চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই
প্রকাশ: ০৬ নভেম্বর, ২০২৫, ০৯:৫৯ সকাল
নিউজ ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের যুব সমাজ জাতির অমূল্য সম্পদ। তারাই ‘চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান’ সংঘটিত করেছে। তিনি বলেন, এই অদম্য ও দুঃসাহসী যুবশক্তিকেই কাজে লাগিয়ে তারুণ্যনির্ভর ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী।

গতকাল বুধবার (৫ নভেম্বর) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমায় অনুষ্ঠিত দলীয় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেট-২ ও ৩ আসনের ভোটকেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে সিলেট জেলা জামায়াত।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত যে বাংলাদেশের স্বপ্ন দেখে, সেখানে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না।

তিনি দৃঢ়ভাবে জানান, দুঃশাসন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লড়াইয়ে তারা কোনো বাধার কাছে নতি স্বীকার করবে না।

দেশপ্রেমিক ছাত্র ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

জামায়াতের আমির আরও বলেন, “বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া হয়নি। দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন।

আমাদের দায়িত্ব—সেই শহীদদের রক্তের মূল্য দিতে হবে এবং তাদের যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে।”

জুলাই সনদ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “আইনি ভিত্তি ছাড়া ওই সনদের কোনো মূল্য নেই।”

তিনি দাবি করেন, “এ কারণেই দেশের অধিকাংশ রাজনৈতিক দল একসঙ্গে গণভোটের দাবি তুলেছে।

অন্তর্বর্তী সরকারকে অবশ্যই এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম ও জেলা শূরা সদস্য সাইফুল্লাহ আল-হোসাইন।

সম্মেলনে আরও বক্তব্য দেন—

জেলা নায়েবে আমির ও সিলেট-২ আসনে মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, জেলা সেক্রেটারি ও সিলেট-৪ আসনে প্রার্থী মো. জয়নাল আবেদীন, সিলেট মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সিলেট-৩ আসনে প্রার্থী মাওলানা লোকমান আহমদ এবং জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদ।

 এনএইচ/