‘আমেরিকা কিছুটা সার্বভৌমত্ব হারিয়েছে’, জোহরান মামদানির জয়ে ট্রাম্পের প্রথম প্রতিক্রিয়া
প্রকাশ: ০৬ নভেম্বর, ২০২৫, ১০:২০ দুপুর
নিউজ ডেস্ক

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানির ঐতিহাসিক জয়ের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৫ নভেম্বর) মিয়ামিতে এক ভাষণে তিনি বলেন, ‘আমেরিকা কিছুটা সার্বভৌমত্ব হারিয়েছে।’

ট্রাম্প বলেন, ‘এক বছর আগে আমেরিকানরা আমাকে নির্বাচিত করে নিজেদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছিল। কিন্তু গত রাতে নিউইয়র্কে আমরা তার কিছুটা হারিয়েছি।’

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন একটি কঠিন সিদ্ধান্তের মুখোমুখি- কমিউনিজম ও সাধারণ জ্ঞানের মধ্যে একটি পছন্দ। ট্রাম্পের ভাষায়, সকল আমেরিকানের সামনে থাকা এই সিদ্ধান্ত এর চেয়ে স্পষ্ট হতে পারে না। আমরা বেছে নিচ্ছি হয় একটি অর্থনৈতিক দুঃস্বপ্ন, নয়তো একটি অর্থনৈতিক অলৌকিকতা।

ফ্লোরিডাকে উল্লেখ করে ট্রাম্প বলেন, খুব শিগগিরই ফ্লোরিডা হবে সেইসব মানুষের আশ্রয়স্থল, যারা নিউইয়র্কের কমিউনিজম থেকে পালিয়ে আসবে।

তিনি অভিযোগ করেন, আমার বিরোধীরা একটি অর্থনৈতিক দুঃস্বপ্ন তৈরি করছে, যেখানে আমরা কাজ করছি আমেরিকান কর্মী ও পরিবারের মজুরি বাড়াতে। ট্রাম্প আরও বলেন, কংগ্রেসনাল ডেমোক্র্যাটরা এখন দেখাচ্ছে তারা আমেরিকার সঙ্গে কী করতে চায়। তারা একজন কমিউনিস্টকে মেয়র বানিয়েছে।

ট্রাম্পের দাবি, তার প্রতিপক্ষরা আমেরিকাকে ‘কমিউনিস্ট কিউবা বা সমাজতান্ত্রিক ভেনেজুয়েলায়’ পরিণত করতে চাইছে।

৩৪ বছর বয়সী দক্ষিণ এশীয় বংশোদ্ভূত গণতান্ত্রিক সমাজতান্ত্রিক জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলওয়াকে পরাজিত করেছেন।

বিজয়োৎসবে মামদানি তার প্রতিক্রিয়ায় সংক্ষিপ্তভাবে ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, তার জন্য চারটি শব্দ আছে- ‘টেলিভিশনের ভলিয়ম বাড়ান!’

এনএইচ/