
|
পাবলিক ট্রান্সপোর্টে যৌন হয়রানি: নিজেকে সুরক্ষিত রাখুন
প্রকাশ:
০৬ নভেম্বর, ২০২৫, ১০:৩৮ দুপুর
নিউজ ডেস্ক |
বাংলাদেশে প্রতিদিন অসংখ্য নারী—কর্মজীবী, শিক্ষার্থী কিংবা গৃহিণী—অফিস, বিশ্ববিদ্যালয় বা বাজারে যাতায়াত করেন পাবলিক ট্রান্সপোর্টে। বাস, রিকশা, সিএনজি, ট্রেন বা লঞ্চ—সবখানেই এখন নারীদের উপস্থিতি বেড়েছে। কিন্তু এর সঙ্গে বেড়েছে নিরাপত্তা উদ্বেগ এবং যৌন হয়রানির ঝুঁকি, যা সাম্প্রতিক সময়ে আরও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। যাত্রার আগে পরিকল্পনা করুন: যাত্রার আগে গন্তব্য, রুট ও পরিবহন সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন। বিশ্বস্ত পরিবহন বেছে নিন: ঢাকাসহ বড় শহরগুলোতে এখন নারী-বান্ধব বাস সার্ভিস, রাইড-শেয়ারিং অ্যাপ (যেমন উবার, পাঠাও) এবং নারী চালক-নির্ভর পরিবহন সুবিধা রয়েছে। সিট বেছে নিন সচেতনভাবে: বাসে উঠলে সবসময় সামনের দিকে বা নারী নির্ধারিত সিটে বসুন। জরুরি নম্বর ও নিরাপত্তা অ্যাপ ব্যবহার করুন: মোবাইলে ‘৯৯৯’, নিকটস্থ থানার নম্বর ও পরিবারের যোগাযোগ নম্বর সংরক্ষণ করুন। আত্মবিশ্বাসী থাকুন ও প্রতিবাদ করুন: কেউ অস্বস্তিকর আচরণ করলে চুপ না থেকে দৃঢ়ভাবে প্রতিবাদ করুন। প্রয়োজনে সাহায্য চান: যদি কোনো ধরনের হেনস্তা বা বিপদের মুখে পড়েন, আশপাশের যাত্রী বা চালকের কাছে সাহায্য চান। আত্মরক্ষার কৌশল শিখুন: এখন অনেক প্রতিষ্ঠান নারীদের জন্য আত্মরক্ষার সংক্ষিপ্ত কোর্স (self-defense) পরিচালনা করে। পাবলিক ট্রান্সপোর্ট শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি নারীর স্বাধীনতার প্রতীক। এনএইচ/ |