
|
ইসলামি আইন চালু হলে অধিকার নিয়ে আন্দোলন করতে হবে না: মুজিবুর রহমান
প্রকাশ:
০৬ নভেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর
নিউজ ডেস্ক |
রাষ্ট্রব্যবস্থায় ইসলামি আইন কার্যকর হলে মানুষের অধিকার নিয়ে আর আন্দোলন করতে হবে না—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, “ইসলামি আইন প্রতিষ্ঠিত হলে সমাজে বৈষম্য স্বয়ংক্রিয়ভাবে দূর হবে এবং প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। ধর্মীয় ও নৈতিক শিক্ষা ছাড়া মানুষ কখনো অন্যায় প্রবণতা থেকে দূরে থাকতে পারে না। তাই দরকার একদল সৎ, ন্যায়পরায়ণ ও আল্লাহভীরু মানুষ, আর সেই সোনার মানুষ তৈরিতেই জামায়াত কাজ করছে।” গত বুধবার (৫ অক্টোবর) রাজশাহীর তানোর পৌর সদরের আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে তানোর উপজেলা জামায়াত আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জামায়াত জনগণের কল্যাণে নতুন প্রজন্মকে সৎ, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, “আমাদের দলে কোনো দুষ্কৃতিকারী, চাঁদাবাজ, টেন্ডারবাজ বা ধর্ষকের স্থান নেই এবং ভবিষ্যতেও থাকবে না।” তিনি আরও বলেন, বর্তমান সময়ে ভোটের মাধ্যমেই যোগ্য নেতৃত্ব নির্বাচন সম্ভব। তাই একজন সচেতন নাগরিকের দায়িত্ব হলো সৎ, আমানতদার ও ন্যায়নিষ্ঠ ব্যক্তিকে ভোট দেওয়া। সমাবেশে সভাপতিত্ব করেন তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি মাওলানা আফজাল হোসাইন, এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাহবুব চৌধুরী। সমাবেশে বক্তব্যে গোলাম মুর্তজা বলেন, “আমরা রাজনীতি করি মানুষের সেবা ও আল্লাহর সন্তুষ্টির জন্য। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও যোগ করেন, “আমাদের নেতা অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনকে একটি উন্নত অঞ্চল হিসেবে গড়ে তুলতে চান—যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সবাই সমমর্যাদার ভিত্তিতে নিরাপদ ও ন্যায়ভিত্তিক পরিবেশে কাজ করতে পারবেন। এনএইচ/ |