
|
নির্বাচন বানচালের চলমান ষড়যন্ত্রকে শক্ত হাতে মোকাবেলার আহ্বান কুমিল্লা জেলা জমিয়তের
প্রকাশ:
০৬ নভেম্বর, ২০২৫, ০৯:৪০ রাত
নিউজ ডেস্ক |
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, কুমিল্লা মহানগর এর সভাপতি মাওলানা মোতাহের হোসাইন বলেছেন ছাত্র-জনতার ২৪ গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শাসক আওয়ামী সরকারের পতনের পর অন্তবর্তী কালীন সরকারের পক্ষ থেকে যখন একটি সুন্দর সুশৃংখল সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের প্রতি আগ্রহী ও প্রতিজ্ঞাবদ্ধ এবং যার প্রক্রিয়াও চলমান। নির্বাচন মুখে রাজনৈতিক দলগুলো নিজ নিজ আসনে দলীয় প্রতীক প্রচারণায় ব্যস্ত। বাংলার সর্বস্তরের জনসাধারণও নির্বাচনমুখী । আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি একটি কুচক্রী মহল নির্বাচনকে বানচাল করার জন্য পার্শ্ববর্তী দেশ ভারতের আশ্রয়ে উদ্দেশ্যপ্রণোদিত বিভিন্ন অপকৌশল এর মাধ্যমে গভীর ষড়যন্ত্র শুরু করছে। এই ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে মোকাবেলা করে যথাসময়ে জাতীয় নির্বাচন আদায় করতে হবে । তা না হলে রাষ্ট্রে আইন-শৃঙ্খলা থেকে শুরু করে সর্বমহলে নিরাপত্তার অবনতি ঘটতে থাকবে। বহির্বিশ্বের সাথে মালামাল আমদানি রপ্তানি করতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কায় দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যেতে পারে। দেশের অর্থনীতিকে চাঙ্গা করা সহ দেশ ও জাতির কল্যাণে এই মুহূর্তে প্রয়োজন একটি অভাব সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে জবাবদিহিতা মূলক নির্বাচিত সরকার। ৬ নভেম্বর বৃহস্পতিবার বেলা ৩ টা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ,কুমিল্লা জেলা শাখা'র অস্থায়ী কার্যালয় মদিনাতুল উলুম মাদরাসায় আমলা বৈঠকে এসব কথা বলেন তিনি। এ সময় বক্তারা আরও বলেন আমরা জাতীয় নির্বাচনে খেজুর গাছ প্রতীকে অংশগ্রহণের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি । এককভাবে হোক বা জোটগত কেন্দ্র থেকে যেভাবেই দিক নির্দেশনা আসবে আমরা দেশ ও জাতীয় স্বার্থে কেন্দ্রীয় নির্দেশনাকে মূল্যায়ন করে নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। এ সময় খেজুর গাছ প্রতীকে জমিয়তে ওলামায়ে ইসলামকে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশ ও জাতির সেবা করা সুযোগ দানে দেশেবাসীর প্রতি বক্তারা আহ্বান জানান। এসময় আমেলা বৈঠকে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর সহ-সভাপতি মাওলানা আবুল কাসেম , জেলা সেক্রেটারী মাওলানা শাহজালাল ভূইয়া,মাওলানা নজির আহমাদ, মাওলানা জাকির হুসাইন, মাওলানা আব্দুর রহমান আল-মুজাফফার,মাওলানা ফরিদ আহমাদ, মাওলানা সুলাইমান, মাওলানা জাকারিযা, মাওলানা মারুফুর রহমান,মাওলানা আবরার,মাওলানা নাজমুল হাসান, মাওলানা মাকবুল ইলাহী, মাওলানা ইয়াহইয়া রাশেদ প্রমূখ। এলএইস/ |