
|
ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, দেখে নিন ৪ দিনের সফরসূচি
প্রকাশ:
১২ নভেম্বর, ২০২৫, ০৭:৫৩ সকাল
নিউজ ডেস্ক |
দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানী চার দিনের সফরে ঢাকায় আসছেন। আগামী ১৩ থেকে ১৬ নভেম্বর (বৃহস্পতি-রোব) তিনি ঢাকায় ব্যস্ত সময় কাটাবেন। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় নাস্তা শেষে তিনি বায়তুল মোকাররমের উদ্দেশে রওয়ানা করবেন। বেলা ১২টায় বায়তুল মোকাররমে জুমার আগে বয়ান করবেন। বাদ জুমা জামিয়া ইবরাহিমিয়ার ২৯ সালা দস্তারবন্দি সম্মেলনে যোগ দেবেন এবং বয়ান করবেন। বাদ আসার বসুন্ধরার দিকে রওয়ানা করবেন। শনিবার (১৫ নভেম্বর) সকালে নাস্তার পর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে যোগ দেবেন। এদিন বাদ মাগরিব বসুন্ধরা মারকাজে আলেম-উলামা ও তালিবুল ইলমদের উদ্দেশে ইসলাহি বয়ান করবেন। বাদ ইশা বায়াত করবেন এবং বসুন্ধরায় রাত যাপন করবেন। রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টায় উলামায়ে কেরাম ও মুহিব্বিনদের সঙ্গে বিশেষ মোলাকাত করবেন। বেলা সাড়ে ১২টায় বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা এবং ভারত ফিরে যাবেন। এনএইচ/ |