সন্ত্রাস প্রতিরোধে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা যেসব এলাকায় অবস্থান নেবেন
প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৫, ০৯:৩৯ সকাল
নিউজ ডেস্ক

পতিত আওয়ামী ফ্যাসিবাদ আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দেশে কথিত লকডাউনের ডাক দিয়েছে। এই কর্মসূচি প্রতিরোধে মাঠে থাকার ঘোষণা দিয়েছে আট দলীয় মোর্চা। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশও রয়েছে।

 ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নেবেন।

দলের এক বিবৃতিতে জানানো হয়েছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা নিম্নোক্ত স্থানে অবস্থান নেবেন

১. মধ্য বাড্ডা লুৎফন টাওয়ার।

২. তেজগাঁও সাত রাস্তা।

৩. মোহাম্মদপুর বাস স্ট্যান্ড।

৪. গাবতলী মাজার রোড।

৫. কচুক্ষেত ইব্রাহিমপুর পুল পাড়।

৬. মিরপুর ১১ কেন্দ্রীয় মসজিদের সামনে।

৭. ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর।

৮. উত্তরা বিএনএস সেন্টার।

৯. পল্টন মোড়

১০. যাত্রাবাড়ী এলাকা

১১. শাহবাগ এলাকা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও নগর নেতারা এসব স্পটে নেতৃত্ব দেবেন বলে জানানো হয়েছে।

এলএইস/