এবার ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প
প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ১২:৪১ দুপুর
নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিম উপকূলে আজ বৃহস্পতিবার ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৬।

ইউএসজিএস জানায়, স্থানীয় সময় ভোর ৪টা ৫৬ মিনিটে কম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৫ দশমিক ৪ কিলোমিটার গভীরে, সিমেলুয়ে দ্বীপের পূর্ব উপকূলের সিনাবাং শহর থেকে ৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এলএইস/