
|
এবারও গ্রন্থ সম্মাননা দেবে ইসলামি লেখক ফোরাম, বই আহ্বান
প্রকাশ:
২৮ নভেম্বর, ২০২৫, ০৫:৫০ বিকাল
নিউজ ডেস্ক |
গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও গ্রন্থ সম্মাননা দেবে তরুণ লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম। সংগঠনটি ‘লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা ২০২৫’ প্রদানের জন্য ফোরাম সদস্যদের কাছে বই আহ্বান করছে। নিয়মাবলি # ২০২৪-২৫ সালে প্রকাশিত গল্প, উপন্যাস, ভ্রমণকাহিনি, ছড়া, কবিতা, কিশোর কবিতা, প্রবন্ধ, আলোচনা, গবেষণা, জীবনী, ইতিহাস, অনুবাদ, সংকলন, শিশুসাহিত্য ও কুরআন-হাদিসের যেকোনো বই প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে। # শুধু বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সদস্যরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতিযোগিতার বাইরে থাকবেন। # একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি বিষয়ে বই জমা দিতে পারবেন। # আগামী ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে নিচের ঠিকানায় প্রতি বিষয়ের জন্য দুই কপি বই ডাকযোগে, কুরিয়ারে অথবা সরাসরি জমা দিতে হবে। কোনো এন্ট্রি ফি জমা দিতে হবে না। # বইয়ের সঙ্গে একটি ঘোষণাপত্র দিতে হবে যে, বইটি এই সম্মাননার জন্য উপস্থাপন করা হচ্ছে। এতে প্রতিযোগীর নাম-ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। # খামের ওপর ‘লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা ২০২৫' কথাটি লিখতে হবে। # সাহিত্যের বিভিন্ন বিষয়ে ১০ জন লেখককে সম্মাননা প্রদান করা হবে। # সম্মাননা প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের বাছাই চূড়ান্ত বলে বিবেচিত হবে। চূড়ান্ত বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে সম্মাননা চাদর, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। # সম্মাননা প্রদান অনুষ্ঠানে লেখক তার বই প্রকাশের গল্প বলার সুযোগ পাবেন। # সম্মাননা প্রদান অনুষ্ঠানের তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। —যোগাযোগের ঠিকানা— অফিস নং ০৬, কওমি মার্কেট (৩য় তলা), ৬৫/১ প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০, মোবাইল : ০১৯১৮৭০৬০৩৫ বিশেষ প্রয়োজনে : ০১৮১১৮১৮৬৭০, ০১৮১১৩৭৬৫৭২ এলএইস/ |