‘আগামীতে সংসদ-সচিবালয় সব চলবে কোরআন দিয়ে’
প্রকাশ: ০১ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৫ সকাল
নিউজ ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সংসদ গড়ব। চাঁদাবাজদের প্রতিগত করব ইনশাআল্লাহ। অতীতে যারা চাঁদাবাজি করেছে, তাদের আর খাওয়া নাই। আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। আগামীতে সচিবালয় চলবে, সংসদ চলবে, বিচারালয় চলবে, কোরআন দিয়ে। সবকিছু চলবে কোরআন দিয়ে।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে রাজশাহীতে ৮ দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। ৫ দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, রাষ্ট্র আল্লাহর, জমিন আল্লাহর, আইন চলবে সেই আল্লাহর। গণভোট একইদিনে হতে পারে। এখনো সময় আছে, তারিখ পরিবর্তন করুন।
এসময় সমাবেশের সভাপতি সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান বলেন, জুলাই বিপ্লব কোনো একক দলের নেতৃত্বে হয়নি। কিন্তু এই সরকার একটি দলের পকেটে ঢুকে যাচ্ছে। আমরা বলব, নিরপেক্ষ ভূমিকা পালন করুন। গণভোট আগে হতে হবে। ষড়যন্ত্র চলছে। যথাসময়ে নির্বাচন হতে হবে। গণভোট আগে দিতে হবে। গণহত্যার বিচার করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। এই দেশ কারও বাবার দেশ নয়, কোনো পরিবারের দেশ নয়। এই দেশ ১৮ কোটি জনগণের দেশ।

এনএইচ/