
|
ঐশ্বরিয়াকে ইসলামে দীক্ষিত করে বিয়ের ঘোষণা পাকিস্তানি মুফতির
প্রকাশ:
০১ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫১ সকাল
নিউজ ডেস্ক |
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চন দম্পতির বিবাহবিচ্ছেদ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন পাকিস্তানের মুফতি আবদুল কাভি। তিনি প্রকাশ্যে ঐশ্বরিয়াকে বিয়ে করার আগ্রহের কথা জানিয়েছেন। সম্প্রতি একটি পডকাস্টে পাকিস্তানি মুফতি আবদুল কাভি বলেন, ‘আমি কখনোই চাই না তাদের বিচ্ছেদ হোক। তবে যদি এমন কিছু ঘটে থাকে, তাহলে আমি নিশ্চিত— ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন।’ কীভাবে একজন অমুসলিম নারীকে বিয়ে করবেন— এমন প্রশ্নের জবাবে মুফতি জানান, তিনি ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করবেন এবং তার নাম পরিবর্তন করে ‘আয়েশা’ রাখবেন। এরপরই তাদের আনুষ্ঠানিক বিয়ে হবে। তিনি আরও বলেন, ‘ঐশ্বরিয়া রাই যখন আয়েশা রাই হয়ে আমার পাশে থাকবে, তখন সেটি দেখে সত্যিই ভালো লাগবে।’ মুফতি আবদুল কাভি বলেন, তিনি ঐশ্বরিয়ার ব্যক্তিগত জীবন সম্পর্কেও নাকি অবগত। তাদের মধ্যে কোনো সমস্যা থাকলে তিনি তা সমাধান করবেন বলেও দাবি করেন। আর অভিষেক বচ্চনের সঙ্গে যদি বিচ্ছেদ হয়, তাহলে শুভকাজ দ্রুতই সেরে ফেলবেন বলে জানান তিনি। উল্লেখ্য, পাকিস্তানি মুফতি আবদুল কাভি মাঝেমধ্যেই এমন বিতর্কিত মন্তব্য করে আলোচনায় উঠে আসেন। এর আগেও তিনি অভিনেত্রী রাখি সাওয়ান্তকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। সে সময় তিনি দাবি করেছিলেন, রাখি সাওয়ান্ত তার উপদেশে ধর্ম ও নাম পরিবর্তন করে ‘ফাতিমা’ নাম গ্রহণ করেছিলেন। এনএইচ/ |