
|
পশ্চিম তীরে ৪ বিদেশির ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা
প্রকাশ:
০১ ডিসেম্বর, ২০২৫, ১১:০৬ দুপুর
নিউজ ডেস্ক |
ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের আক্রমণে তিনজন ইতালীয় এবং একজন কানাডিয়ান আহত হয়েছেন। তাদেরকে জেরিকোর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা তাদের ‘আন্তর্জাতিক অ্যাক্টিভিস্ট’ হিসেবে বর্ণনা করেছে। রোমের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘গত রাতে তিনজন ইতালীয় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবকের ওপর আক্রমণ করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এবং এ ঘটনার পর এখনও তারা হতবাক। জেরিকো সরকারি হাসপাতালের পরিচালক রিয়াদ ঈদ এএফপিকে বলেছেন, ‘বসতি স্থাপনকারীদের হাতে মারধরের শিকার হওয়ার পর চারজন বিদেশি হাসপাতালে আসেন।’ তিনি আরো বলেন, ‘তাদের মধ্যে কয়েকজনের মুখে এবং বুকে আঘাতের চিহ্ন ছিল এবং তাদের মধ্যে একজনকে একটি সংবেদনশীল এলাকায় মারধর করা হয়েছিল। তাদের শারীরিক পরীক্ষা করা হয়। এক্স-রে ও আল্ট্রাসাউন্ড স্ক্যান করে প্রয়োজনীয় চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। চারজনের মধ্যে একজনের শরীরে দৃশ্যমান আঘাত ছিল এবং তিনি পরিচয় প্রকাশ করতে চাননি। তিনি এএফপিকে বলেছেন, তারা তিনজন ইতালির এবং একজন কানাডার, যারা পশ্চিম তীরের মধ্য জেরিকোর পশ্চিম প্রান্তে ডুয়ুক এলাকায় অবস্থান করছিলেন।’ তিনি আরো বলেন, ‘আমরা রাতে ঘুমাচ্ছিলাম... ১০ জন মুখোশধারী বসতি স্থাপনকারী এসেছিল। তাদের মধ্যে দুজনের হাতে বন্দুক ছিল। আবার কারো কারো হাতে লাঠি ছিল। তারা আমার মুখে, পাঁজরে, কোমরে একাধিকবার লাথি মারে।’ মারধরের কারণে এক্স-রে, ব্যথানাশক ওষুধ নিতে হয়েছিল।’ ১৯৬৭ সাল থেকে দখলকৃত পশ্চিম তীরের বসতিগুলোতে বর্তমানে ৫ লাখের বেশি ইসরায়েলি বাস করে, এ ছাড়াও প্রায় ত্রিশ লাখ ফিলিস্তিনির বসবাস সেখানে। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের ওপর হামাসের আক্রমণের ফলে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। জাতিসংঘ জানিয়েছে, ২০০৬ সালের পর থেকে অক্টোবর মাস ছিল বসতি স্থাপনকারীদের সহিংসতার জন্য সবচেয়ে খারাপ মাস। মোট ২৬৪টি হামলায় হতাহত বা সম্পত্তি দখলের ঘটনা ঘটেছিল। |