
|
বারিধারা মাদরাসায় ৪০ খতম কুরআনখানি করে খালেদা জিয়ার জন্য দোয়া
প্রকাশ:
০১ ডিসেম্বর, ২০২৫, ০২:৪২ দুপুর
নিউজ ডেস্ক |
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় ৪০ খতম কুরআনখানি করে রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) এই কুরআনখানির পর বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এ সময় মাদরাসার প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতি মনির হোসাইন কাসেমী দেশবাসীসহ সবার কাছে বেগম খালেদা জিয়ার নেক হায়াত ও সুস্থতার জন্য দোয়া কামনা করেন। প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা খুবই গুরুতর। তাকে বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। আরএইচ/ |