জমিয়ত ঘোষিত প্রার্থীদের গণসংযোগ অব্যাহত রাখার নির্দেশনা
প্রকাশ: ০১ ডিসেম্বর, ২০২৫, ০৭:২০ বিকাল
নিউজ ডেস্ক

জমিয়তে উলামায়ে ইসলাম ইতোমধ্যে দেশের বেশির ভাগ আসনে খেজুর গাছ প্রতীকের প্রার্থী ঘোষণা করেছে। তবে বিএনপির সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে দলটির ভোটে যাওয়ার সম্ভাবনা প্রবল। এ ব্যাপারে বিএনপির সঙ্গে আলোচনা চলছে। এর মধ্যেই দলের পক্ষ থেকে ঘোষিত প্রার্থীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন নিজ নিজ এলাকায় গণসংযোগ ও প্রচারণা অব্যাহত রাখেন।

সোমবার (১ ডিসেম্বর) রাতে দলের সিনিয়র সহসভাপতি এবং নির্বাচন উপকমিটির আহ্বায়ক মাওলানা আবদুর রব ইউসুফী এই নির্দেশনা দেন।

মাওলানা ইউসুফী এক ফেসবুক পোস্টে লেখেন-জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আকাবির আসলাফের ভাষ্যকার একটি দ্বীনি ও রাজনৈতিক দল। যেমনিভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিশ্বাসের ক্ষেত্রে কোরেনা আপসে বিশ্বাসী নয়, তেমনিভাবে রাজনৈতিক ক্ষেত্রেও দুশ্চরিত্র, দুর্নীতি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কারো সামনে মাথা নত করার পার্টি নয়। সেই লক্ষ্যে নিজেদের অবস্থান জাতির সন্মুখে তুলে ধরতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুতি নিয়েছে।

প্রার্থীদের প্রতি নির্দেশনা দিয়ে তিনি বলেন, তাই কেন্দ্র থেকে ঘোষিত প্রার্থীগণ পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত নিজ নিজ এলাকায় ব্যাপকভাবে গণসংযোগ ও প্রচারণার কাজ চালিয়ে যাবেন।

প্রসঙ্গত, বিএনপির সঙ্গে জমিয়তের আসান ভাগাভাগি নিয়ে টানাপোড়েন চলছে বলে সূত্রে জানা গেছে। দলটি যে কয়টি আসনে ছাড় চাচ্ছে এর চেয়ে অনেক কম আসন দিতে চায় বিএনপি। এজন্য বিএনপির ওপর চাপ বাড়াতে দলটি প্রয়োজনে এককভাবে নির্বাচনের কথাও জানিয়েছে।

আরএইচ/