টান দিয়ে মুসলিম নারীর হিজাব খুলে সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী
প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:১৪ দুপুর
নিউজ ডেস্ক

সরকারি এক অনুষ্ঠানে সার্টিফিকেট নিতে আসা এক মুসলিম নারীর হিজাব টান দিয়ে খুলে ফেলেছেন ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। সোমবার (১৫ ডিসেম্বর) পাটনায় এ কাণ্ড ঘটিয়েছেন তিনি। তার এই কাণ্ড নিয়ে নানা মহলে তুমুল সমালোচনা হচ্ছে।

গত মাসে দশমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নিতীশ। ওই সময় অনেকে ৭৪ বছর বয়সী এ রাজনীতিকের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই ঘটনার পর তাদের এ প্রশ্ন আরও জোরালো হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, সার্টিফিকেট নিতে আসা মুখ ঢাকা ওই নারীকে হিজাব খুলতে ইশারা দিচ্ছেন নিতিশ। ওই নারী কোনো কিছু করার আগেই তিনি সজোরে হিজাবে টান দেন। এতে করে তার মুখ বেরিয়ে যায়।

ওই সময় পেছনে থাকা কয়েকজন হাসলেও উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নিতীশকে থামানোর চেষ্টা করেন। এ ঘটনাকে ‘জঘন্য’ হিসেবে অভিহিত করে কংগ্রেস তার পদত্যাগের দাবি করেছে।

হিন্দুত্ববাদী বিজেপির সঙ্গে জোট গড়ে মুখ্যমন্ত্রী হওয়া নিতীশের কড়া সমালোচনা করে বিরোধী দল আরজেডি এক বিবৃতিতে বলেছে, ‘পর্দা করা মুসলিম নারীর হিজাব খুলে ফেলে, জেডিও এবং বিজেপি নারীকে শক্তিশালীকরণের নামে কি রাজনীতি করছে সেটি প্রকাশ করে দিয়েছে।’ সূত্র: এনডিটিভি

আরএইচ/