
|
বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল
প্রকাশ:
০৩ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৫ সকাল
নিউজ ডেস্ক |
মাদারীপুর-২ আসনে আলোচিত ইসলামিক বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীসহ দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। অপরদিকে এ আসনে বিএনপির জাহান্দার আলী মিয়া, ইসলামী আন্দোলনের আলী আহমেদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুস সোবাহান, জাতীয় পার্টির মো. মহিদুল ইসলাম, কল্যাণ পার্টির সুবল চন্দ্র মজুমদার, জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদের মোহাম্মদ দিদার হোসেন, স্বতন্ত্র হিসেবে মিল্টন বৈদ্য ও সহিদুল ইসলাম খানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। জেলা রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম বলেন, কামরুল ইসলাম এক শতাংশ ভোটারের যে সমর্থন তালিকা জমা দিয়েছিলো তা থেকে ১০ জনের নাম ঠিকানা ও স্বাক্ষর চেক করা হলে একজনের জাতীয় পরিচয়পত্রে ব্যক্তির নামের অমিল পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে সে আপীল করতে পারবেন। কামরুল ইসলাম আনসারী বলেন, যে তালিকার ব্যক্তির কথা বলা হয়েছে, সে স্বশরীরে উপস্থিত হতে চেয়েছে, তারপরেও রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিল করেছে। আমি এর প্রতিবাদে আপীল করবো, আশা রাখি সেখানে ন্যায়বিচার পাবো। এনএইচ/ |