
|
সম্মানিত নাগরিকের তালিকায় ঠাঁই করে নিলেন ৩০ ব্রিটিশ মুসলিম
প্রকাশ:
০৪ জানুয়ারী, ২০২৬, ০৮:৪১ সকাল
নিউজ ডেস্ক |
২০২৬ সালের নববর্ষ সম্মাননা তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্য। এর মধ্যে ৩০ জনেরও বেশি ব্রিটিশ মুসলিমের নাম ঠাঁই পেয়েছে। জনসেবা, স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, সংস্কৃতি ও কমিউনিটি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এই সম্মান দেওয়া হয়েছে। মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই তালিকায় কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার থেকে শুরু করে ব্রিটিশ এম্পায়ার মেডেল পর্যন্ত সব স্তরের সম্মাননায় মুসলিমদের স্বীকৃতি দেওয়া হয়েছে। মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের উপ-মহাসচিব মাসউদ আহমেদ বলেন, গ্লাসগো সেন্ট্রাল মসজিদে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা মানুষ থেকে শুরু করে ফিনটেক খাতের পথিকৃৎ, ক্রিকেটে অবদান রাখা ব্যক্তি থেকে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় পরিবহন সেবা নিশ্চিতকারী, সব ক্ষেত্রেই মুসলিমরা ব্রিটেনকে আরও ভালো দেশ হিসেবে গড়তে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। এ বছর সিবিই সম্মাননায় ভূষিত হয়েছেন আর্নস্ট অ্যান্ড ইয়াংয়ের বৈশ্বিক আর্থিক সেবা খাতের শীর্ষ নেতা ওমর আলী। আর্থিক সেবা খাতে বিশেষ অবদানের জন্য তিনি এই স্বীকৃতি পান। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের শিশু সামাজিক সেবার পরিচালক শাজিয়া হুসাইন শিশু ও পরিবারকল্যাণে অবদানের জন্য সিবিই পান। ওবিই ও এমবিই সম্মাননা এমবিই প্রাপ্তদের তালিকায় রয়েছেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের নানা ক্ষেত্রে কাজ করা কমিউনিটি নেতা, শিক্ষক, শিল্পী, দাতব্য কর্মী, আন্তধর্মীয় সংলাপকর্মী ও সরকারি সেবায় নিয়োজিত ব্যক্তিরা। গ্লাসগো সেন্ট্রাল মসজিদের স্বেচ্ছাসেবক মোহাম্মদ শওকত গ্লাসগো শহরের কমিউনিটিতে অবদানের জন্য এমবিই পান। একই সম্মাননায় ভূষিত হন ফাতিমা বেনজবির, যিনি প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় পরিবহন সেবা সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সংস্কৃতি ও শিল্পকলায় অবদান ব্রিটিশ এম্পায়ার মেডেল পেয়েছেন ফোস্টার কেয়ার, শিক্ষা ও তৃণমূল পর্যায়ের সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিরা। তাদের মধ্যে ফোস্টার কেয়ারে অবদানের জন্য ফাতিমা আহমাদ এবং পূর্ব লন্ডনে কমিউনিটি ত্রাণ কার্যক্রমে কাজের জন্য আসমা রেয়াজ হক উল্লেখযোগ্য। সূত্র: অ্যাবাউট ইসলাম এনএইচ/ |