দারুল উলুম রামপুরার দস্তারবন্দি ও ওয়াজ মাহফিল বুধবার 
প্রকাশ: ০৫ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৪ সকাল
নিউজ ডেস্ক

রাজধানীর রামপুরায় অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম রামপুরা (বনশ্রী মাদরাসা)-এর উদ্যোগে আগামী ৭ জানুয়ারি ২০২৬, রোজ বুধবার এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। ফারেগিন ছাত্রদের দস্তারবন্দি (পাগড়ি প্রদান) ও খতমে বুখারি উপলক্ষে এই মাহফিল অনুষ্ঠিত হবে।

আয়োজক কমিটি জানিয়েছে, বুধবার বাদ আসর থেকে বনশ্রী এ-ব্লক, ৫নং রোডের মাথায় (১৬ তলার সামনে) এই ধর্মীয় অধিবেশন শুরু হবে।

মাহফিলে সভাপতিত্ব করবেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসার শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে বুখারি শরিফের দরস প্রদান করবেন পাকিস্তানের করাচি থেকে আগত প্রখ্যাত আলেমে দীন, জামিয়া সিদ্দিকিয়ার শাইখুল হাদিস আল্লামা ড. মনযুর মেঙ্গল।

এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাদরাসার মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদ। মাহফিলে দেশবরেণ্য আরও বহু উলামায়ে কেরাম তাশরিফ আনবেন বলে জানানো হয়েছে।

মাহফিল এন্তেজামিয়া কমিটি ধর্মপ্রাণ সকল মুসলমানকে উক্ত মাহফিলে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে।

এনএইচ/