
|
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট আলেম মাওলানা শামছুল হক ছাতিয়ানীর ইন্তেকাল
প্রকাশ:
১০ জানুয়ারী, ২০২৬, ০৯:৪০ রাত
নিউজ ডেস্ক |
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট আলেমে দীন মাওলানা শামসুল হক ছাতিয়ানী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। শনিবার (১০ জানুয়ারি) তিনি ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। বাদ মাগরিব জেলা ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মাওলানা শামসুল হক ছাতিয়ানী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ মুহাদ্দিস। তিনি এদারায়ে তালিমিয়ার নাজিম এবং মুফতি আজম আল্লামা নুরুল্লাহ রহ.-এর খলিফা ছিলেন। প্রবীণ এই আলেমে দীন সবার কাছে ‘নীরব সাধক’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর শত শত ছাত্র বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত। তাঁর ইন্তেকালে ছাত্র এবং ভক্ত-অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আরএইচ/ |