লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি ইসলামী যুব আন্দোলনের
প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬, ০৮:৫২ সকাল
নিউজ ডেস্ক

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের আশা-প্রত্যাশা অনেক। পাঁচ আগস্ট পরবর্তী জাতি নতুন বন্দোবস্তের বাংলাদেশ দেখতে আগ্রহী। জনগণ পুরনো দিনের ফ্যাসিবাদী শাসনে আর আগ্রহী নয়। খুন- ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতি আগামীর বাংলাদেশে জনগণ মানবে না। তাই একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি।

শনিবার (১০ জানুয়ারি) বাদ আসর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকীর সঞ্চালনায় পুরানা পল্টনস্থ সৈয়দ ফজলুল করীম (রহ.) মারকাজ মিলনায়তনে সংগঠনের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আতিকুর রহমান মুজাহিদ বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে ইনসাফের রাজনীতির চর্চা করছে। যুবকদের বেকারত্ব নিরসন ও উদ্যোক্তা তৈরিতে আমাদের এগিয়ে আসতে হবে। আগামী নির্বাচনে ইসলাম ও দেশের কল্যাণে হাতপাখা মার্কার বিজয় আনতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। প্রত্যেক আসনে প্রতিটি যুবক ও নাগরিকের দ্বারে দ্বারে ইসলামের সুশীতল আদর্শের বার্তা পৌঁছে দিতে হবে।

মাসিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ ইলিয়াস হাসান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মুহাম্মাদ আল আমীন।

আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম,প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মাহবুব আলম, অর্থ সম্পাদক কে এম শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুহাম্মাদ তাজুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এম এ হাসিব গোলদার,সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা আজিজুল হক,সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মাওলানা খালিদ বিন আকবর, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুফতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মুফতি আবু তালহা, সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী।

আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মুহাম্মাদ মোরশেদুল আলম,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ সজল,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান,মহিলা ও পরিবারকল্যাণ সম্পাদক মুফতি হাফিজুল হক ফাইয়াজ, প্রবাসীকল্যাণ সম্পাদক মুহাম্মদ ওয়ালিউল্লাহ তালুকদার, সংখালঘু ও নৃ-গোষ্ঠীকল্যাণ সম্পাদক আল মিজান মো. নোহেল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হাবিবুন্নবী ইমন, উপসম্পাদক মাওলানা বদরুল হক, উপসম্পাদক মাওলানা হাম্মাদ বিন মোশাররফ, উপসম্পাদক হাসিবুর রহমান সহ প্রমুখ।

এনএইচ/