এমপি হওয়ার দৌড়ে কতটা সুবিধাজনক অবস্থানে জমিয়ত মহাসচিব?
প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬, ১২:২২ দুপুর
নিউজ ডেস্ক

বিশেষ প্রতিনিধি

জমিয়তে উলামায়ে ইসলাম এবারের নির্বাচনে বিএনপির কাছ থেকে যে চারটি আসনে ছাড় পেয়েছে এর একটি নীলফামারী-১ (ডোমার-ডিমলা)। এই আসনে খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। আওয়ামী লীগের অনুপস্থিতি, জাতীয় পার্টির কোণঠাসা অবস্থায় থাকা এবং বিএনপির কাছ থেকে ছাড় পাওয়ায় এমপি হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে মাওলানা আফেন্দী। তবে জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামীর প্রার্থী তাঁর পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

নীলফামারী-১ আসনে এবার স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১০ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ৯ জন প্রার্থী বৈধতা পেয়েছেন। দাখিলকৃত কাগজপত্রে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তিনি খালেদা জিয়ার ভাগনে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই। তবে জোটের স্বার্থে বিএনপি আসনটি ছাড় দিয়েছে। যদিও স্থানীয় বিএনপির মধ্যে অসন্তোষ রয়েছে। তারা তুহিনকে প্রার্থী ঘোষণার দাবিতে আন্দোলনও করেছেন টানা কয়েক দিন। শেষ পর্যন্ত তুহিন বিদ্রোহী প্রার্থী না হলেও ভোটের মাঠে তাঁর নিষ্ক্রিয়তা কিংবা বিপক্ষে সক্রিয়তা মাওলানা আফেন্দীর জন্য বড় চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে জানা গেছে এলাকাবাসী সূত্রে। 

উত্তর জনপদের এই আসনটি বরাবরই আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টির দখলে থেকেছে। ১৯৯৬ সালের ‘বিতর্কিত’ নির্বাচনে স্বল্পকালের জন্য বিএনপি থেকে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন সংসদ সদস্য হয়েছিলেন। এছাড়া আর কখনোই বিএনপি আসনটিতে ভালো করতে পারেনি। এজন্য আসনটিতে বিএনপির সমর্থন পুরোপুরি পেলেও জমিয়ত মহাসচিবের জন্য ভোটের বৈতরণী পার হওয়া সহজ হবে না। এছাড়া তাঁর ব্যক্তিগত প্রভাব থাকলেও সংগঠন হিসেবে জমিয়ত এখানে নিজেদের শক্তিশালী অবস্থান গড়ে তুলতে পারেনি। 

এবারের নির্বাচনে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর বিপরীতে শক্তি প্রতিদ্বন্দ্বী হতে পারেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এছাড়াও রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মেজর (অব.) তছলিম উদ্দিন। এর বাইরে এই আসনে সিরাজুল ইসলাম (বিএনএফ), আব্দুল জলিল (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. সাদ্দাম হোসেন (খেলাফত মজলিস), মো. রফিকুল ইসলাম (বাসদ-মার্কসবাদী), মো. মখদুম আজম মাশরাফী (জেপি) ও জেবেল রহমান গনি (ন্যাপ) প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও ১১ দলীয় জোটের মধ্যে সমঝোতা হলে জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দিয়ে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস প্রার্থী সরে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 

দলীয় সমীকরণে যাই হোক মাওলানা আফেন্দীর ব্যক্তিগত ইমেজ বেশ ভালো। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির। ডোমার উপজেলার সোনারায়ের এক সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী আলেম পরিবারে তাঁর জন্ম। তার পিতা প্রখ্যাত আলেম মাওলানা আজহার আলী ছিলেন এই অঞ্চলের মানুষের শ্রদ্ধাভাজন ব্যক্তি। পারিবারিক ঐতিহ্য ও আদর্শের পথ ধরেই তিনি শৈশব থেকে ইসলামি জ্ঞানচর্চা ও সমাজসেবায় মনোনিবেশ করেন। তিনি অনেক বছর ধরে এলাকায় জনসেবামূলক কাজও করে আসছেন। সে হিসেবে এবারের নির্বাচনে ভোটের মাঠে মাওলানা আফেন্দী চমক দেখাতে পারেন বলে কেউ কেউ মনে করছেন।

এনএইচ /