বাজারে এলো ‘মাওলানা ওয়াজি উল্লাহ রহ. জীবন কর্ম ও দাওয়াতের কারগুজারি’
প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬, ১১:৪৭ দুপুর
নিউজ ডেস্ক

তাবলিগ জামাতের বিশিষ্ট মুরব্বি মাওলানা ওয়াজি উল্লাহ রহ.-এর জীবন ও কর্মের ওপর ‘মাওলানা ওয়াজি উল্লাহ রহ. জীবন ও কর্ম, দাওয়াতের কারগুজারি’ শীর্ষক বইটি এখন বাজারে। এটি সম্পাদনা করেছেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব। সংকলন করেছেন তরুণ লেখক মুহাম্মদ উমারা হাবিব।

আওয়ার ইসলাম থেকে প্রকাশিত বইটির সার্বিক তত্ত্বাবধান করেছেন দীনিয়াত বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি সালমান আহমদ। বইটির একমাত্র পরিবেশক মাকতাবাতুল ইসলাম। অনলাইন পরিবেশ রকমারি ডটকম ও ওয়াফি লাইফ।

১৪৪ পৃষ্ঠার বইটির গায়ের মূল্য ৩৫০ টাকা। বোর্ড বাঁধাই, ঝকঝকে প্রচ্ছদে মোড়ানো বইটিতে মাওলানা ওয়াজি উল্লাহ রহ.-এর জীবনের নানা দিক আলোচনা করা হয়েছে। দাওয়াত ও তাবলিগের জন্য নিবেদিত মহান এই মনীষীকে জানতে বইটি হতে পারে বড় সহায়ক।

এনএইচ/