‘কলঙ্কিত নির্বাচনের দুঃসহ স্মৃতি মুছতে প্রশাসনের সংস্কার দৃশ্যমান হতে হবে’
প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৫:৩২ বিকাল
নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে বলেছেন, সবশেষ তিন নির্বাচনের ‘দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড’ তদন্তে গঠিত ‘জাতীয় নির্বাচন তদন্ত কমিশন এর প্রতিবেদন গতকাল জমা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা কাছে। প্রতিবেদনের ভাষ্যমতে, আওয়ামী লীগকে ‘দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখতে’ সবশেষ তিন সংসদ নির্বাচন আয়োজনের ‘অভিনব মহাপরিকল্পনা’ করা হয়, যা বাস্তবায়নে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থার একটি অংশকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হয়েছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর তিন নির্বাচন আয়োজনের ব্যবস্থাকে নির্বাচন কমিশনের কাছ থেকে মূলত প্রশাসনের হাতে নিয়ে যাওয়া হয়। এ সময়ে কমিশনের পরিবর্তে ‘প্রশাসনই হয়ে ওঠে নির্বাচন পরিচালনার মূল শক্তি’।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ফ্যাসিবাদের পতনের পরে বহুল আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মানুষের প্রত্যাশা অনেক বেশি। এই নির্বাচন আয়োজনের সাথে সম্পৃক্তদের অনেকেই অতীতের কলংকিত সেসব নির্বাচন আয়োজনের সাথে জড়িত ছিলেন বিধান জনমনে নানা আশংকা জন্ম নিচ্ছে। অন্তবর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরে জনপ্রশাসনে বড় ধরনের কোনো সংস্কার জাতি দেখেনি। ইসলামী আন্দোলন প্রত্যাশা করে যে, অতীতের কলঙ্কিত নির্বাচনের দুঃসহ চিত্র মুছে ফেলতে আসন্ন নির্বাচনকেন্দ্রিক জনপ্রশাসনে দৃশ্যমান সংস্কার হতে হবে। আমরা আর কোনো অভিনব পরিকল্পনা দেখতে চাই না। আমরা চাই জনগণের ভোটের সত্যিকারের প্রতিফলন। সেজন্য সরকারের উদ্যোগ এখনো জনমনে আস্থা তৈরি করতে পারছে না। এটা হতাশাজনক।

আরএইচ/