
|
বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত
প্রকাশ:
১৫ জানুয়ারী, ২০২৬, ১০:৫৮ দুপুর
নিউজ ডেস্ক |
|
জাতীয় নির্বাচন–২০২৬ কে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে একটি লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার পল্টনস্থ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়। প্রশিক্ষণ ওয়ার্কশপে জাতীয় নির্বাচন–২০২৬ উপলক্ষে মাঠ ব্যবস্থাপনা, ভলান্টিয়ারিং, সাংগঠনিক সমন্বয়, নির্বাচনকালীন দায়িত্ব পালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। বক্তাগণ তাঁদের বক্তব্যে আদর্শিক নেতৃত্ব গঠন, শৃঙ্খলাবদ্ধ সংগঠন গড়ে তোলা এবং জনগণের অধিকার রক্ষায় দক্ষ, সচেতন ও দায়িত্বশীল কর্মীবাহিনী তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন। এমএন/ |