তারেক রহমানের সঙ্গে তাবলিগের মুরব্বিদের সাক্ষাৎ
প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৮:২৪ সকাল
নিউজ ডেস্ক

শুরায়ি নেজামের অধীনে পরিচালিত তাবলিগ জামাতের মুরব্বিদের একটি প্রতিনিধি দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। এই প্রতিনিধি দলে নেতৃত্ব দেন তাবলিগের বিশিষ্ট মুরব্বি হাফেজ মাওলানা যোবায়ের। 

সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তাবলিগের মুরব্বিরা। এ সময় কোনো ছবি বা ভিডিও করা হয়নি। তাবলিগের মুরব্বিরা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির মরহুমা চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক ও সমবেদনা প্রকাশ করেন। 

প্রতিনিধি দলের সদস্য ওয়ালী উল্লাহ আরমান জানান, হাফেজ মাওলানা যোবায়ের সংক্ষিপ্ত বক্তব্যে কুরআনে কারিমের আলোকে দীনের মূলনীতি, মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি ও আল্লাহর বান্দা হবার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি কথা প্রসঙ্গে হাদিসে নববীর উদ্ধৃতি দিয়ে বলেন, ‘কেয়ামতের দিন আল্লাহ তায়ালার গোসসার ওপর দয়া ও করুণা প্রবল থাকবে। বিএনপি চেয়ারম্যান তন্ময় হয়ে তাঁর কথা শোনেন।

এবিষয়ে তারেক রহমান বলেন, আল্লাহ তাআলা কুরআনে কারিমের বহু জায়গায় তাঁর ‘রহমান’ এবং ‘গাফুর’ বৈশিষ্ট্যের কথা বলেছেন। তিনি ওলামায়ে কেরামের কাছে দোয়া চান।
তাবলিগ জামাতের প্রতিনিধিরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার শাসনামলে তাবলিগের কাজে সহায়তার কথা স্মরণ করেন। 

বিএনপি চেয়ারম্যান তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাবলিগ জামাতের মাধ্যমে ইসলামের প্রচার প্রসারের কাজে বিএনপির পক্ষ থেকে সবরকম সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে। 

সাক্ষাৎ শেষে মাওলানা জুবায়ের জিয়া পরিবারের জন্য দোয়া করেন। 
বৈঠকের শুরুতে বিএনপির অফিসিয়াল ফটোসাংবাদিক ছবি তুলতে প্রতিনিধিগণ নিরুৎসাহ করলে বিএনপি চেয়ারম্যান সাংবাদিককে নিষেধ করে দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ফরিদাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, সাবেক সচিব গোলাম রব্বানী, ইঞ্জিনিয়ার মাহফুজ আহমদ, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, শাহ আহমদ আজম, মুফতি এনায়েতুল্লাহ ও ওয়ালী উল্লাহ আরমান।