
|
দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না : আখতার হোসেন
প্রকাশ:
১৮ জানুয়ারী, ২০২৬, ০৭:০৫ বিকাল
নিউজ ডেস্ক |
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিরা কোনোভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না। যারা ব্যবসার নামে সরকারের ট্যাক্স ফাঁকি, কর ফাঁকি দিয়ে চলেছেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। তিনি বলেন, যদি দ্বৈত নাগরিকত্বের মানুষ ও ঋণখেলাপিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে এনসিপিসহ ১০ দলীয় জোট সারা দেশে প্রতিবাদ জানাবে। নির্বাচন কমিশন একটি দলের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে যদি কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ করা হয়, তাহলে আমরা সেটি বরদাস্ত করবো না। দেশব্যাপী জাতীয় ছাত্রশক্তির গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা কার্যক্রম শুরুর লক্ষে রোববার (১৮ জানুয়ারি) দুপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, দিন শেষে যতই ‘না’ ভোটের ক্যাম্পেইন কেউ কেউ করুক না কেন, না ভোট নয় বাংলাদেশের জনগণ ‘হ্যাঁ’-এর পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, সংস্কারের পক্ষে তাদের চুড়ান্ত রায় প্রদান করবে। আপামর জনতা, পুলিশ, কৃষক, শিক্ষক, বুদ্ধিজীবী কবি-সাহিত্যিক, আলেম, নারী, হিন্দু-মুসলমান সব ধরনের মানুষের কাছে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশক্তি ক্যাম্পেইন করবে। আরএইচ/ |