‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’
প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৩ বিকাল
নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, ইসলামী অনুশাসনের জন্য সাধারণ জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে।ইসলামী শরীয়াহ আইন বাস্তবায়নে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ।

সোমবার (১৯ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর আওতাধীন আসনের সংসদ সদস্য প্রার্থীদের সাথে  মহানগর নির্বাচন পরিচালনা কমিটির  সমন্বয় সভায় তিনি এসব মন্তব্য করেন।

সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, বিভিন্ন জায়গায় প্রশাসনের আচরণে পক্ষপাতিত্ব লক্ষ্য করা যাচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে না পারলে অগ্রহণযোগ্য নির্বাচন এদেশের জনগণ মেনে নিবে না।বাংলার জনগণ দ্বিতীয়বার ফ্যাসিবাদী শাসনব্যবস্থা দেখতে চায় না।সবাই দেশের আইন মেনে নাগরিক হয়েছে, আইন মেনে প্রার্থী হয়েছে ; দলভেদে ভিন্ন আচরণ লেভেল প্লেয়িং ফিল্ডকে প্রশ্নবিদ্ধ করছে।

ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি ভারপ্রাপ্ত আলহাজ্ব আনোয়ার হোসেন বলেছেন , ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতিটি নেতাকর্মীকে সর্বোচ্চ ত্যাগ কুরবানির নজির স্থাপন করার সময় এসেছে। আপনাদের ত্যাগের বিনিময়ে এদেশের জনগণ ইসলামী অনুশাসন দেখবে ইনশাআল্লাহ। সাধারণ জনগণ সৎ,যোগ্য, দেশপ্রেমিক নাগরিককে ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে।

সভায় উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি ও ঢাকা-১০ এর সংসদ সদস্য প্রার্থী  আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, নগর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এম এইচ মোস্তফা, ঢাকা-৭ এর সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আবদুর রহমান, ঢাকা-৮ সংসদ সদস্য প্রার্থী মুফতী কেফায়াতুল্লাহ কাশফী,নতর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, ফজলুল হক মৃধা,কামাল হোসেনসহ প্রমুখ।

আরএইচ/