
|
সিলেট-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মুসলেহ উদ্দীন রাজু
প্রকাশ:
১৯ জানুয়ারী, ২০২৬, ০৭:৩১ বিকাল
নিউজ ডেস্ক |
|
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় যে নির্বাচনি ঐক্য হয়েছে এর একক প্রার্থী মনোনীত হয়েছেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সোমবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে এই আসনটি চূড়ান্তভাবে পাওয়ার কথা জানানো হয়েছে। এর আগে যাচাই-বাছাই শেষে গত ৩ জানুয়ারি সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম মাওলানা মুসলেহ উদ্দীন রাজুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। মাওলানা মুসলেহ উদ্দীন রাজু বরেণ্য বুজুর্গ আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.-এর একমাত্র ছেলে। জামিয়া হোসাইনিয়া গহরপুরের মুহতামিম এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি। তাকে গত ৬ ডিসেম্বর প্রার্থী ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিস আমির মাওলানা মামুনুল হক। এই আসনে বিএনপির প্রার্থী করা হয়েছে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালেককে। তার সঙ্গেই মাওলানা রাজুর মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। আরএইচ/ |