‘যারা বলে শরিয়া কায়েম করবে না শরিকদের উচিত তাদের সঙ্গ ত্যাগ করা’
প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬, ০১:২৪ দুপুর
নিউজ ডেস্ক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার গোলাপগঞ্জ শাখার অফিসে এক মতবিনিময় সভা সোমবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার নেতারা। সভাপতিত্ব করেন সিলেট দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা শায়খ মুজিবুর রহমান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, আমরা রাজনীতি করি, নির্বাচন করি এবাদত মনে করে। আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জান্নাত পাওয়ার উদ্দেশ্যে। এককভাবে ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করব। বিএনপির সাথে নির্বাচনি সমঝোতায় সরকার কায়েম হলে ইসলামবান্ধব একটা সরকার হবে ইনশাআল্লাহ। ইসলামবিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে না, সর্বশক্তিমান আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাস সংবিধানে পুনঃস্থাপন করা হবে, কওমি মাদরাসা সনদকে অধিকতর কার্যকর করা হবে, শিক্ষা কারিকুলামে ধর্মীয় বিষয়ে গুরুত্ব দেওয়া হবে, কওমি মাদরাসা শিক্ষাকে আরও উন্নত করা হবে। ইমাম খতিব ও মুয়াজ্জিনদের মান অনুযায়ী সম্মানী দেওয়া হবে।

মাওলানা ইউসুফী বলেন, যারা বলে ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে না তাদের সাথে যারা জোটে আছেন, তাদের উচিত প্রতিবাদ করে জোট ত্যাগ করা। ইসলামি রাজনীতির মূল লক্ষ্যই হচ্ছে ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করা।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, সারাদেশে বিএনপি জমিয়তসহ সমঝোতায় শরীক সকল প্রার্থীর পক্ষে নির্বাচনি কার্যক্রমে ঝাঁপিয়ে পড়া।

আরএইচ/