
|
জুলাই সনদে ‘বিসমিল্লাহ’ উল্লেখ না থাকার কারণ জানালেন ধর্ম উপদেষ্টা
প্রকাশ:
২০ জানুয়ারী, ২০২৬, ০৩:২৮ দুপুর
নিউজ ডেস্ক |
সংবিধানে ‘বিসমিল্লাহ’ যুক্ত থাকায় আলাদা করে জুলাই সনদে সেটা উল্লেখ করা হয়নি বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে সেই জুলাই সনদটাই সংবিধানে যুক্ত হয়ে যাবে। তাই যারা বলেন, গণভোটে ‘হ্যাঁ’ দিলে ঈমান থাকবে না তারা সংবিধান পড়েনি। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে গণভোটের প্রচারণায় অংশ নিয়ে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা। ধর্ম উপদেষ্টা বলেন, গণভোটে ‘হ্যাঁ’ দিলে দেশে সর্বগ্রাসী ফ্যাসিজম থাকবে না, দেশে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে। যে দলই যতই জনপ্রিয় হোক, তার নেতা দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এতে দেশে ফ্যাসিস্ট তৈরি হবে না। ড. খালিদ হোসেন বলেন, অতীতে দেখেছি নির্বাচনের ভোট কেন্দ্রে ছাগল চরতো আর সামনের নির্বাচন হবে জনগণের ব্যাপক অংশগ্রহণমূলক। এসময় গণভোটের প্রচার ও জনসচেতনতামূলক সভায় অংশ নেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, জনসাধারণ ও সর্বস্তরের মানুষ। আরএইচ/ |