এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে: প্রধান উপদেষ্টা
প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৬, ০৫:১৬ বিকাল
নিউজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জাতীয় সনদ বাস্তবায়নকে সামনে রেখে উচ্চ পর্যায়ের আইনশৃঙ্খলা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভার নেতৃত্ব দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এতে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, নিরাপত্তা, ডাক ও তথ্যপ্রযুক্তি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, আনসার-ভিডিপি, কোস্ট গার্ড ও র‌্যাবের প্রধানরা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, এই নির্বাচন হবে দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ, যা সঠিকভাবে সম্পন্ন হলে ভবিষ্যতের নির্বাচনের জন্য আদর্শ স্থাপন করবে। তিনি সবাইকে ইসির নির্দেশনা মেনে কাজ করার এবং নির্বাচনকে নিরাপদ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে আয়োজনের প্রতি সতর্ক থাকার আহ্বান জানান।

সভায় নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভোটকেন্দ্র পর্যবেক্ষণ ও মনিটরিংয়ের জন্য বডি ক্যামেরা এবং সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করা হবে। ড্রোন প্রযুক্তি প্রয়োগ ও কেন্দ্রে ২৪ ঘণ্টা তথ্য সংগ্রহের ব্যবস্থা থাকবে। এছাড়া, নির্বাচনী প্রচারণা, পোস্টাল ব্যালট, দলীয় প্রতীকের ব্যালট এবং গণভোটের ব্যালট গণনার জন্য প্রয়োজনীয় সময় এবং সতর্কতা গ্রহণের বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

আইনশৃঙ্খলা বাহিনী ভোটকেন্দ্রে যথাযথ উপস্থিতি নিশ্চিত করবে। প্রিজাইডিং অফিসার ও কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে আনসার-ভিডিপি সদস্যরা থাকবেন, এবং প্রয়োজন হলে পুলিশ ও অন্যান্য সশস্ত্র বাহিনী ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে। স্বরাষ্ট্র সচিব জানান, বডি ক্যামেরা ও মনিটরিং টিম দ্রুত মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করবে।

সাইবার ও তথ্য পরিবেশ নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক নিরবিচ্ছিন্ন রাখার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, এবার নির্বাচনকে ঘিরে দেশের মধ্যে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের নজর থাকবে, তাই সবার দায়িত্ব আরও বেশি গুরুত্ব বহন করছে।

সভায় নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলের পরিস্থিতি, ইতিবাচক মনোভাব এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, ধাপে ধাপে পরীক্ষা শুরু হয়েছে এবং ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে চূড়ান্ত ধাপ। তিনি আশা প্রকাশ করেন, সব পক্ষ আইন-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্বশীল আচরণ করবেন এবং একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরএইচ/