
|
রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা নূরে আলম হামিদীর আনুষ্ঠানিক গণসংযোগ শুরু
প্রকাশ:
২৩ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৫ সকাল
নিউজ ডেস্ক |
|
পীর সাহেব বরুণার দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করলেন মৌলভীবাজার-৪ আসনের ১০ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা দুইটায় আমিরে আন্জুমানে হেফাজতে ইসলাম, পীর সাহেব বরুণা আল্লামা মুফতী রশীদুর রহমান ফারুক বর্ণভীর দোয়ার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমঝোতার সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী রিকশা প্রতীকের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন,মাওলানা শায়খ সাইদুর রহমান বরুনী,মাওলানা হাফিজ হামিদুর রহমান ইয়াকুত বরুনী,মাওলানা হাফিজ ওলীউর রহমান বরুনী। মাওলানা শায়খ বদরুল আলম হামিদী,মাওলানা শেখ হাদী আলম হামিদী,মাওলানা হাফিজ শেখ আহমদ আফজল বরুনী, মাওলানা হাফিজ হাসান হামিদী,মাওলানা নাঈম হামিদী,মাওলানা তালহা হামিদী প্রমুখ। বৃহস্পতিবার বেলা দুইটায় শ্রীমঙ্গল উপজেলার পৌর এলাকায় গণসংযোগের মাধ্যমে ভোটারদের মধ্যে 'রিকশা' প্রতীকের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন মাওলানা শেখ নূরে আলম হামিদী। গণসংযোগে ভোটারদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে। ভোটাররা বলছেন, ‘শেখ নূরে আলম হামিদী' আমাদের সন্তান, আমরা শুধু তাঁকে ভোটই দেব না, তাঁর জন্য ভোটও সংগ্রহ করব।’ এনএইচ/ |