
|
নিয়মিত মেথি খেলে সারবে যেসব রোগ
প্রকাশ:
২৩ জানুয়ারী, ২০২৬, ০৯:৪৮ সকাল
নিউজ ডেস্ক |
|
বহুবছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসা,রূপচর্চা, রান্না এবং স্বাস্থ্য সুরক্ষায় মেথি ব্যবহার হয়ে আসছে। এটি ঔষধি গুণাগুণ সম্পন্ন এক ধরনের ভেষজ উদ্ভিদ। মেথিকে শাক হিসেবে খাওয়া যায়, আবার এর বীজকে মসলা, চা হিসেবেও খাওয়া যায়। ঘরোয়া পদ্ধতিতে চুল পড়া রোধ করতে মেথি সকলের কাছেই অতি পরিচিত একটি উপাদান। জেনে নিন এটি খাওয়ার কিছু উপকারিতা সম্পর্কে।
কীভাবে খাবেন এনএইচ/ |