
|
সিলেট-৫: দেওয়াল ঘড়ির সমর্থনে জকিগঞ্জে গণসংযোগ
প্রকাশ:
২৩ জানুয়ারী, ২০২৬, ০৩:৫৯ দুপুর
নিউজ ডেস্ক |
|
প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই উত্তর-পূর্ব সিলেটের সীমান্তবর্তী এলাকা জকিগঞ্জ-কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত সিলেট-৫ আসনের সর্বত্র উৎসবের আমেজ বইছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার প্রথম দিন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আবুল হাসান ও দেওয়াল ঘড়ির সমর্থনে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ দিন সকালে তিনি প্রথমে নেতাকর্মীদের নিয়ে শায়খে রায়পুরীর কবর জিয়ারত করেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে মুফতি আবুল হাসানের সমর্থনে খেলাফত মজলিস ও ১০ দলের নেতাকর্মীরা প্রচারণা চালান। উপজেলার থানাবাজার, জকিগঞ্জ বাজার, কালিগঞ্জ বাজার ও সড়কের বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা কাজী জালাল উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা আমীর গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, খেলাফত মজলিসের মাওলানা মুখলিসুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসেন লস্কর, জকিগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাসানুল বান্নাসহ ১০ দলীয় ঐক্য জোটের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ। গণসংযোগকালে নেতৃবৃন্দ ভোটারদের হাতে দেওয়াল ঘড়ি প্রতীকের লিফলেট তুলে দেন এবং এলাকার উন্নয়নে মুফতি আবুল হাসানকে বিজয়ী করার আহ্বান জানান। বক্তারা বলেন, এলাকার সুশাসন ও ইনসাফ কায়েমের লক্ষ্যে ১০ দলীয় ঐক্যবদ্ধ প্রার্থীর কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের মধ্যে এই প্রচারণা ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান, বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক, স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ। তারাও নির্বাচনী এলাকায় চষে বেড়াচ্ছেন। আরএইচ/ |