মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭


মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৩ ভাইয়ের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কাদিরপুর ইউনিয়নের বড়পুল-হোরম্বি সড়কের ঘাটলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের আব্দুল দাইয়ানের ২ ছেলে আরাফাত হোসেন শুভ (২২) ও মোহাম্মদ হৃদয় (১৮) এবং তাদের চাচাতো ভাই মো. কামাল হোসেনের ছেলে মো. জাহেদ (১৮)।

কাদিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন জানান, তিন ভাই মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। একপর্যায়ে বড়পুল-হোরম্বি সড়কের ঘাটলা এলাকায় হাসান হুজুরের মাদ্রাসার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলটি খালে পড়ে যায়। এ সময় দুই ভাই ঘটনাস্থলে মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ আলম জানান, এ বিষয়ে স্থানীয়দের কাছ থেকে আমরাও শুনেছি। তবে কারও কোনো অভিযোগ পাইনি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ