শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

১ নভেম্বর থেকে শুরু হচ্ছে আল-আমিন সংস্থার মাহ‌ফিল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি

বৃহত্তর চট্টলার দ্বীনি ও সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার উদ‌্য‌ো‌গে আগামী ১,২ ও ৩ ন‌ভেম্বর শুরু হচ্ছে ৩‌দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহ‌ফিল।

মাহ‌ফিল সফল করার লক্ষে গত এক সপ্তাহব্যাপী বিভিন্ন দ্বীনি ও সমাজ সেবামূলক সংগঠন, ব্যবসায়ী সমিতি, ইমাম, খতিব, আলেম-উলামা, ছাত্র-শিক্ষকদের সঙ্গে মত‌বি‌নিময় সভা অ‌নু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

আল-আমিন সংস্থার সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত মত‌বি‌নিময় সভায় বক্তারা ব‌লেন, বৃহত্তর চট্টগ্রা‌মে আল-আমিন সংস্থা এক‌টি দ্বীনদরদি ও কল্যাণমুখ‌ী সমাজ বি‌নির্মা‌ণে নি‌বে‌দিত সংগঠন। প্র‌তিষ্ঠার পর থে‌কে এ সংগঠন মুস‌লিম উম্মাহর আধ্যা‌ত্মিক ও আর্থ‌িক উন্নয়‌নে নিরলসভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছে। 

বক্তারা আরো বলেন, ইসলামি আকিদা প্রচার-প্রসার ও দ্বীন‌ি প‌রি‌বেশ তৈ‌রির ল‌ক্ষ্যে ইসলামি মাহ‌ফিলগ‌ু‌লো ব্যাপক ভূ‌মিকা রে‌খে চল‌ছে। ইসলামি স‌ম্মেলন, তাফসিরুল কু‌রআন মাহ‌ফিলগু‌লে‌ার প্রয়োজনীয়তা অপরিসীম। 

এরই ধারাবাহিকতায় হাটহাজারী পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে আল-আমিন সংস্থা’র উদ‌্য‌ো‌গে আগামী ১, ২ ও ৩  ন‌ভেম্বর ৩দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহ‌ফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

উপস্থিত ছিলেন, মুহাম্মদ হানিফ, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা ওসমান খলিলাবাদী, ইফতেখার মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ খায়রুনবী, শোয়াইব আহমদ, আলী আজম, জসিম উদ্দীন, জাকারিয়া সিকদার, মাওলানা মুফতি সিরাজুল্লাহ, মাওলানা মুফতি নাছির, মাওলানা জাহাঙ্গীর, মাওলানা হাবিবুল হক বিন খালেদ, মুহাম্মদ আহসান উল্লাহ,  হা. মাওলানা ওসমান সিকদার, মাওলানা মাহমুদুল হোসাইন, মাওলানা আজিম উদ্দিন, হাজী জসিম উদ্দীন,মাওলানা আবুল হাশেম, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মাহমুদুল হোসাইন প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ