শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

ফরিদপুরে আড়াই শ’ হাফেজকে বিশেষ সংবর্ধনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

।।বেলায়েত হুসাইন।।

ফরিদপুরের বোয়ালমারীতে প্রায় আড়াই শ’ কুরআনের হাফেজকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার রাতে উপজেলার চিতারবাজারস্থ মাদরাসাতুল ইহসানের ১২ বছর পূর্তি ইসলামি সম্মেলনে তাদের এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনায় প্রত্যেক হাফেজকে একটি করে সম্মাননা পাগড়ি প্রদান করা হয়। পাগড়ি প্রদান উপলক্ষে ১২ বছর পূর্তি এই ইসলামি সম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের বর্ষীয়ান আলেম ও জামিয়া ইসলামিয়া আজিজিয়া বাহিরদিয়া মাদরাসার মুহতামিম আল্লামা শাহ আকরাম আলী, বয়ান পেশ করেন রাজধানীর ঢালকানগর মাদরাসার শাইখুল হাদিস মুফতী আব্দুল গফফার, বিশেষ বক্তা মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা হাসান জামিল।

এছাড়া আরো উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া আজিজিয়া বাহিরদিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবুল খায়ের, গাজীপুরের হামিউস সুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা দেলোয়ার হুসাইন, রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস মুফতি জাকির হোসাইন কাসেমী, কমলেশ্বরদী মাদরাসার মুহতামিম মুফতী রওশন আহমাদ, মুফতি ফরিদ আহমাদ ও আলহাজ হাফেজ মোহাম্মদ মুছা।

উল্লেখ্য, মাদরাসাতুল ইহসানে এ বছর অন্তত ২৩৬ জন কোরআনের হাফেজকে বিশেষ সংবর্ধনা দেয়া হলো। তারা বিগত বছরগুলোতে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও জেলার স্বনামধন্য হিফজ শিক্ষক হাফেজ আনওয়ার হুসাইনের কাছ থেকে হিফজ সম্পন্ন করেছেন। যাদের অনেকে দেশের বিভিন্ন স্থানে নানা পদে সফলতার সাথে দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ