শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


জয়দেবপুরে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে সিটি করপোরেশন ও রেলওয়ে কর্তৃপক্ষ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। 

অভিযানে নেতৃত্ব দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের একান্ত সচিব ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ আল মামুন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম।

জানতে চাইলে গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন বলেন, একটি পরিচ্ছন্ন, দখলমুক্ত এবং বাসযোগ্য শহর গড়ে তুলতে সিটি করপোরেশন অবিরাম কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

নাগরিকদের সহযোগিতা পেলে জয়দেবপুর রেলক্রসিংসহ পুরো শহরকে পরিচ্ছন্ন আধুনিক নগর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলেও জানান তিনি।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ