শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭


খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে তানযীমুল মাদারিসের উদাত্ত আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আহুত খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের কওমি শিক্ষাবোর্ড তানযীমুল মাদারিসিল কাওমিয়া আল-আরাবিয়া।

মঙ্গলবার (১১ নভেম্বর) বোর্ডের সভাপতি মাওলানা শাব্বির আহমাদ রশিদ এক বার্তায় এই আহ্বান জানান।

বার্তায় বলা হয়, কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আগামী ১৫ নভেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সার্বিকভাবে সফল করার জন্য তানযীমভুক্ত মাদরাসাসমূহের মুহতামিম সাহেবান, আসাতেযায়ে কেরাম, তালাবা এবং সর্বস্তরের মুসলিম জনসাধারণকে উক্ত সম্মেলনে যোগদান করার জন্য আহ্বান করা যাচ্ছে।

প্রসঙ্গত, আগামী ১৫ নভেম্বর শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ বাংলাদেশ খতমে নবুওয়ত মহাসম্মেলনের আয়োজন করেছে। এই মহাসম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট আলেমরা অংশ নেবেন। এছাড়া সারাদেশ থেকে তৌহিদি জনতার ঢল নামবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে এই মহাসম্মেলন সফল করতে ব্যাপক তৎপরতা চলছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ