মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ ।। ২২ পৌষ ১৪৩২ ।। ১৭ রজব ১৪৪৭


সেজদারত অবস্থায় মারা গেলেন বৃদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝালকাঠির নলছিটিতে এশার নামাজে সেজদারত অবস্থায় আবুল হোসেন তালুকদার নামের এক বৃদ্ধ মারা গেছেন। রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় আত্মীয়স্বজন, এলাকাবাসী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) এশার নামাজ আদায় করতে গিয়ে সেজদায় মারা যান তিনি। আবুল হোসেন তালুকদার (৬৫) নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের মৃত আব্দুল মন্নান তালুকদারের ছেলে।

জানা গেছে, কুমারখালী বাজার মসজিদে এশার নামাজ আদায় করতে গিয়ে হঠাৎ সেজদায় লুটিয়ে পড়েন। পরে মুসল্লিরা তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখতে পায় তিনি নিস্তেজ হয়ে আছেন।

আবুল হোসেনের চাচাতো ভাই সাইফুল ইসলাম তালুকদার বলেন, শনিবার সারাদিন তিনি ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। মাগরিবের নামাজ বাড়িতেই আদায় করেন। পরে বাজার করার জন্য কুমারখালী বাজারে যান। এশার নামাজ পড়তে মসজিদে ঢুকেই আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়েন। আল্লাহ তাকে যে অবস্থায় নিয়েছেন, তা সত্যিই সৌভাগ্যের। এমন মৃত্যু সবার ভাগ্যে জোটে না।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ