শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা

দাওরায়ে হাদিসে সাফল্যের শীর্ষে জামিয়া রাহমানিয়া আজিজিয়া; সারাদেশে ২য়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

দেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীন ১৪৪৫ হিজরী/২০২৪ ঈসাব্দের দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাশের হার ৮৮.৩৭ %।

গত সোমবার ২৮ রমজান (৮ এপ্রিল ২০২৪) দুপুর ১২টর পর উত্তর যাত্রাবাড়ী বিবির বাগিচা ৮০/এ  হাসিব টাওয়ার বোর্ডটির অফিস মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান। হাইআতুল উলয়ার স্থায়ী কমিটি, পরীক্ষা উপকমিটি ও নিরীক্ষকবৃন্দের যৌথ সভায় এ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে দেখা যায় রাজধানীর মোহাম্মদপুর বছিলায় অবস্থিত জামিয়া রাহমানিয়া আজিজিয়া সারাদেশে ২য় স্থান লাভ করেছে। প্রতিষ্ঠানটির দাওরায়ে হাদিসে মোট ১০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭০ জন মুমতায (স্টারমার্ক) বিভাগে উত্তীর্ণ হয়েছে।

এছাড়া মেধাতালিকায় ৯ জন স্থান লাভ করেছে। মেধাতালিকাগুলো যথাক্রমে : ২য়, ১৬, ২১, ২২, ২৪, ৩০, ৩২, ৩৩ ও ৩৪ তম।

হাইআতুল উলয়াতে এমন সাফল্যে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে জামিয়া রাহমানিয়া আজিজিয়া-এর মুহতামিম মাওলানা মাহফুজুল হক আওয়ার ইসলামকে বলেন, ‘আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করি। আমাদের মাদরাসার দায়িত্বশীল আসাতিযা যারা আছেন তাদের সকলের আন্তরিক সহযোগিতার কারণে তাদের প্রতিও শুকরিয়া। মাদরাসার যে মুল্য লক্ষ্য ইলম অর্জনের পাশাপাশি আমল-আখলাককে সুন্দর করে গড়ে তোলা, এক্ষেত্রে ছাত্ররা নিজ নিজ চেষ্ট অনুযায়ি মেহনত করেছে, এজন্য তাদের প্রতি শুকরিয়া মোবারকবাদ।

জামিয়া রাহমানিয়া আজিজিয়ার সময় প্রতিকুলতার মধ্যে ভালো ফলাফল লাভ করার রহস্য উল্লেখ করে তিনি বলেন, ‘নানা প্রতিকূলতার মধ্যেও আমরা আমাদের সাধ্য অনুযায়ি চেষ্টা করেছি, ছাত্ররা থাকা-খাওয়া কষ্ট সত্ত্বেও মাদরাসার মূল বিষয় লেখাপড়া ও আমল-আখলাক এ দু-বিষয়কে সর্বাগ্রে রেখে মেহনত করেছে, আল্লাহ তায়ালা তার ফল দিলেন। এটা আল্লাহরই দান’।

উল্লেখ্য, সারা বাংলাদেশে ৬টি কওমি মাদ্রাসার শিক্ষাবোর্ডের সমন্বয়ে গঠিত আল-হাইয়াতুল উলইয়া লিল জামিআতিল কাওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ১৪৪৫ হিজরী কেন্দ্রীয় পরীক্ষায় মোট ৩১,৯৯৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। যাদের মধ্যে মোট ১৬৪৭ জন শিক্ষার্থী মুমতায (স্টারমার্ক) পেয়ে উত্তীর্ণ হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ