মঙ্গলবার, ২০ মে ২০২৫ ।। ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২২ জিলকদ ১৪৪৬


লক্ষ্মীপুরে শিক্ষার্থীর ‘আত্মহত্যা’ নিয়ে মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার, নানা মহলের নিন্দা 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

লক্ষীপুরের সুপ্রসিদ্ধ দ্বীনি প্রতিষ্ঠান আল মুঈন ইসলামী একাডেমির হিফজ বিভাগের শিক্ষার্থী সানিমের ‘আত্মহত্যার’ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপপ্রচার চলছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে হেফাজতে ইসলাম, বেফাকুল মাদারিসিল আরাবিয়াসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান বিবৃতি দিয়েছে। তারা এই অপচেষ্টার নিন্দা জানানোর পাশাপাশি ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানিয়েছেন।  

নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ লক্ষীপুর জেলার সভাপতি মাওলানা ইসমাইল হোসেন ও সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম এক বিবৃতিতে বলেন, গত ১৩ মে আল মুঈন ইসলামী একাডেমির হিফজ বিভাগের ছাত্র সানিমের অপমৃত্যুতে আমরা গভীর শোকাহত। এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে তারা বলেন, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তদন্তে এটি একটি আত্মহত্যা বলেই প্রতীয়মান হয়, কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি যে, এই ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যাকাণ্ড আখ্যায়িত করে মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। 

হেফাজতে ইসলাম বাংলাদেশ, লক্ষীপুর জেলা শাখার সভাপতি মুফতী মুশতাকুন্নবী কাসেমী এবং সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আমিন কাসেমী এক যৌথ বিবৃতিতে বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি—একটি দুঃখজনক দুর্ঘটনাকে পুঁজি করে কিছু মিডিয়া ও স্বার্থান্বেষী মহল ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যাকাণ্ড আখ্যা দিয়ে আল মুঈন ইসলামী একাডেমিকে বিতর্কিত করার ঘৃণ্য অপচেষ্টায় লিপ্ত হয়েছে। একটি সুপ্রতিষ্ঠিত দ্বীনি প্রতিষ্ঠানকে অবমাননা, বন্ধ কিংবা চাপের মুখে ফেলতে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই—এই ষড়যন্ত্র কোনোভাবেই বরদাশত করা হবে না।

বেফাকুল মাদারিসিল আরাবিয়াহ, লক্ষ্মীপুর জেলা শাখাও এর প্রতিবাদ জানিয়েছে। বিবৃতিতে প্রতিষ্ঠান বলেছে, কিছু গণমাধ্যম এবং স্বার্থান্বেষী একটি মহল ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশের পূর্বেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই দুর্ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করার অপচেষ্টা চালাচ্ছে। তাদের এই অপপ্রচারকে পুঁজি করে একটি মহল মাদ্রাসার বিরুদ্ধে গভীর চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত। এর মাধ্যমে গোটা দেশের সকল দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানকে তারা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে। 

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন লক্ষীপুর জেলার পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, লক্ষীপুর আল মুঈন ইসলামী একাডেমির ছাত্র সানিমের অপমৃত্যু আমাদেরকে শোকাহত করেছে, সিসিটিভি ফুটেজ ও উপস্থিত ছাত্রদের ভাষ্যমতে এটি একটি স্পষ্ট আত্মহত্যার ঘটনা হলেও মিডিয়া এই দুঃখজনক ঘটনাকে হত্যাকাণ্ড আখ্যা দিয়ে লক্ষীপুরের ঐতিহ্যবাহী এই দ্বীনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মিডিয়ার এই অপপ্রচারকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল ইতিমধ্যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্রে মেতে উঠেছে। দ্বীনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে-কোনধরনের ষড়যন্ত্র রুখে দিতে আমরা বদ্ধপরিকর। 

আলোর দিশারী ফাউন্ডেশন লক্ষ্মীপুর এর পরিচালক মুফতি মুহাম্মাদ আরাফাত ও সাধারণ সম্পাদক মুফতি মিসবাহ নূরী এক যৌথ বিবৃতিতে বলেন, একটি সুপ্রতিষ্ঠিত দ্বীনি প্রতিষ্ঠানকে অবমাননা, বন্ধ কিংবা চাপের মুখে ফেলতে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। আমরা মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের এমন ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাই।

তারা বলেন, আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, ঘটনার দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে সকল ধোঁয়াশা দূর করতে হবে এবং যারা ভিত্তিহীন প্রচারে লিপ্ত তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে হবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ