শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

একদফা দাবিতে নার্সিং শিক্ষার্থীদের লাঠি মিছিল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

একদফা দাবিতে রংপুরে লাঠি মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। এসময় আগামী ২৯ মে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শনিবার (২৪ মে) দুপুরে রংপুর নগরীর মেডিকেল মোড়ে ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমানের দাবিতে এ কর্মসূচি পালন করেন তারা।

এর আগে সকাল ১০টায় রংপুর নগরীর সরকারি-বেসরকারি বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সমানে জড়ো হন। এ সময় বিক্ষোভকারীরা ‘দাবি মোদের একটাই— ডিপ্লোমাকে ডিগ্রি চাই’ স্লোগান দেন। পরে লাঠি হাতে মিছিল করেন তারা।

শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা নার্সিং পাস করার পরও তারা শিক্ষা, চাকরি ও উচ্চতর ডিগ্রি অর্জনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। ডিপ্লোমা কোর্সগুলোকে যদি ডিগ্রির সমমান না দেওয়া হয়, তাহলে এ পেশায় আগ্রহ হারাবে ভবিষ্যৎ প্রজন্ম। ফলে স্বাস্থ্যসেবায় নেতিবাচক প্রভাব পড়বে।

কলেজ ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম থাকার গুঞ্জন
নার্সিং শিক্ষার্থী সজিব ইসলাম বলেন, আমাদের ন্যায্য দাবি মেনে নিতে এত সময় লাগছে কেন আমরা তা জানি না। আমাদের প্রতি এমন বৈষম্য নিরসন হবে কবে সরকারের কাছে জানতে চাই।

আরেক শিক্ষার্থী মনিরা পারভীন বলেন, এতদিন পড়াশোনা করে এইচএসসি সমমানের সার্টিফিকেট দেয় তারা। এটা তো হতে পারে না। আমরা দাবি আদায়ে সব ধরনের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব।

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান করার দাবিতে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির রংপুর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ