বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২ জিলহজ ১৪৪৬

শিরোনাম :
সিরীয়ার উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলো ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গা সংকট নিরসনে সাসাকাওয়ার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ জাতীয় মুফতী বোর্ডের মতবিনিময় অনুষ্ঠিত আবরার ফাহাদকে হত্যা বৈধ ছিল : ছাত্র ইউনিয়ন নেতা ফিলিস্তিনের গাজায় যুদ্ধাপরাধ হচ্ছে: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ‘ভারতের দালালরা ছোবল মারতে দেশের মধ্যেেই ঘাঁপটি মেরে আছে’ হেফাজতের মামলা সংখ্যা ৪৪টি নয়, ২২০টি কাজী নজরুল বাংলার সার্বজনীন কবি: অভিনেতা আবদুল আজিজ বাংলাদেশের আকাশে জিলহজের চাঁদ, ঈদুল আজহা ৭ জুন শাপলার গণহত্যার সমর্থক শাহবাগীদেরও বিচার করতে হবে: হেফাজতে ইসলাম

চাকসু গঠনতন্ত্রে প্রস্তাবনা নিয়ে সংবাদ সম্মেলন ইসলামী ছাত্র আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম

চাকসু গঠনতন্ত্রে প্রস্তাবনা নিয়ে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। মঙ্গলবার (২৭ মে) দুপুর ২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুর রহমান জানান, তাদের প্রস্তাবিত চাকসু গঠনতন্ত্রে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে: লক্ষ্য-উদ্দেশ্য, কার্যাবলি এবং পদ-পদবী।

তিনি বলেন, “আমরা চাকসুর লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে প্রস্তাব করছি, ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ২৪ এর গণঅভ্যুত্থানসহ সকল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে, দেশীয় সংস্কৃতি শিক্ষার্থীদের সৎ, সচেতন, দক্ষ এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য গ্রহণ করা। পাশাপাশি, ধর্মীয় চেতনা ধারণের উপর গুরুত্ব আরোপ করছি।”

এছাড়া, কার্যাবলির মধ্যে ক্যাম্পাসে অশ্লীলতা ও মাদকমুক্ত পরিবেশ গঠনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণ প্রকৃতি ও পরিবেশের বৈচিত্র্য রক্ষায় কার্যক্রম গ্রহণের প্রস্তাব করেন তিনি।

এছাড়া, চাকসু কার্যনির্বাহী কমিটির মধ্যে ব্যবস্থাপনা সম্পাদক, ছাত্রকল্যাণ সম্পাদক, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক, শিক্ষার্থী কাউন্সেলিং সম্পাদক, আইন ও মানবাধিকার সম্পাদক, খাদ্য ও পরিবহন বিষয়ক সম্পাদক, হল ব্যবস্থাপনা সম্পাদক এবং উচ্চ শিক্ষা সম্পাদক যুক্ত করার দাবী জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মাইনুদ্দিন, দাওয়াহ সম্পাদক মুরাদ হোসাইন মুসা, তথ্য গবেষণা সম্পাদক নাঈম উদ্দিন এবং উচ্চ শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন।

এ সভার মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা চাকসু গঠনতন্ত্রে সংস্কার এবং ক্যাম্পাসে একটি সুষ্ঠু ও উন্নত পরিবেশ তৈরির উদ্দেশ্যে তাদের প্রস্তাবনা তুলে ধরেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ