শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

‘দীন টিকিয়ে রাখতে হলে প্রত্যেক এলাকায় মক্তব চালু করা জরুরি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গবেষণামূলক দীনি সংস্থা সিয়ানাহ ট্রাস্টের উদ্যোগে সিলেট শহরের শিশুদের মধ্যে মক্তব শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক বৃহস্পতিবার (৫ জুন) আম্বরখানা জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

ট্রাস্টের সেক্রেটারি মাওলানা সাদিকুর রাহমানের সঞ্চালনায় বৈঠকে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের অর্থ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মানসুর। সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান মুফতি জিয়াউর রহমান।

বৈঠকে বক্তারা শিশুদের ইসলামি শিক্ষায় শিক্ষিত করতে মক্তব শিক্ষার অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, দীন ইসলামকে আল্লাহর জমিনে টিকিয়ে রাখতে হলে প্রত্যেক এলাকায় সাবাহি মক্তব, ইভিনিং মক্তব অথবা উইকেন্ড মক্তব চালু করা জরুরি। 

এ লক্ষ্যে মসজিদের সম্মানিত ইমাম, খতিব ও অন্যান্য দায়িত্বশীলদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সভায় জানানো হয়, যেকোনো এলাকায় মক্তব চালু করতে চাইলে সিয়ানাহ ট্রাস্টের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

ঈদ শেষে শিক্ষক প্রশিক্ষণ ও মসজিদ মাদরাসা ও বিভিন্ন স্কুল পরিচালনার সাথে জড়িত দ্বায়িত্বশীল দের নিয়ে বৈঠকি আলাপের সিদ্ধান্ত গৃহীত হয়। 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা ও কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, দারুল হুদা মাদরাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান, সিলেট দরগাহ মসজিদের খতিব মাওলানা আসজাদ আহমদ, কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শিব্বীর আহমদ এবং সিলেট শহরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও দায়িত্বশীলরা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ