জেনারেল ও ইসলাম শিক্ষার সমন্বিত প্রয়াসের মডেল সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ ও ইকরা দারুল উলূম মাদরাসা হবিগঞ্জ এর প্রিন্সিপাল আলেম সাংবাদিক হাফিজ মাওলানা মাসউদুল কাদির। তিনি বলেন, হবিগঞ্জে ইকরা জেনারেল ও ইসলাম শিক্ষার বিপ্লব সৃষ্টি করেছে। জেনারেল বইপুস্তকের সঙ্গে ইসলামের পূর্ণাঙ্গ পড়াশোনা রয়েছে ইকরায়। একজন ইকরা শিক্ষার্থী জাগতিক শিক্ষার পাশাপাশি আখেরাতের পাথেয় সংগ্রহ করতে পারে।
আজ ২৬ জুন দুপুরে ১ম সেমিস্টার পরীক্ষা ২০২৫ এর ফল ঘোষণার আগে ইকরা হবিগঞ্জ মিলনায়তনে তিনি এসব কথা বলেন।
মাওলানা মাসউদুল কাদির বলেন, প্রতিযোগিতা না থাকলে শিশুরা স্বপ্নচারী হয়ে উঠে না। হেসে খেলে আনন্দের মধ্যেই শিশুকে সামনে এগিয়ে যাবার জন্য যোগ্য করে গড়ে তুলতে হয়।
অভিভাবকের আস্থার প্রতি সম্মান জানিয়ে মাওলানা মাসউদুল কাদির বলেন, অভিভাবকদের সবকথা হয়তো আমরা পালন করতে পারি না। যারা আস্থা রাখেন, ইকরা শিক্ষা সিলেবাস ও পাঠক্রম তাদেরকে লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে।
এমএম/
                              
                          
                              
                          
                        
                              
                          