আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর লিখিত পত্র নিয়ে রোববার (২০ জুলাই) বিকেল ৩টায় আল-হাইআতুল উলয়ার প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে।
আল্লামা মাহমুদুল হাসান তাঁর পত্রে নিম্নবর্ণিত ক্ষেত্রগুলোতে দাওরায়ে হাদিস সনদধারীদের দেশসেবায় চাকরির সুযোগ দিতে প্রধান উপদেষ্টা বরাবর আবেদন জানান:
ক) শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষক পদে নিয়োগদান;
খ) ইসলামিক ফাউন্ডেশন ও বিভিন্ন ইসলামি গবেষণা প্রতিষ্ঠানে নিয়োগদান;
গ) মডেল মসজিদসহ সরকারি মসজিদ এবং সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহের মসজিদের ইমাম ও খতিব পদে নিয়োগদান;
ঘ) সামরিক, আধাসামরিক বাহিনীসহ বিভিন্ন বাহিনীতে ধর্মীয় শিক্ষক পদে নিয়োগদান;
ঙ) জেলখানার ধর্মীয় শিক্ষক পদে নিয়োগদান;
চ) মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজি) পদে নিয়োগদান।
পত্রে উচ্চশিক্ষার সুযোগ প্রদানের জন্য আল্লামা মাহমুদুল হাসান দাওরায়ে হাদিস সনদধারীদেরকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ইসলামিক স্টাডিজ ও আরবি’ বিষয়ে এমফিল ও পিএইচডি করার এবং ‘ইসলামিক স্টাডিজ ও আরবি’ ব্যতীত অন্য যেকোনো বিষয়ে মাস্টার্সে ভর্তির সুযোগদানের জোর আবেদন জানান।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার আল-হাইআতুল উলয়ার দাবিসমূহ গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টার সঙ্গে আল-হাইআতুল উলয়ার প্রতিনিধি দলের বৈঠকেও তিনি উপস্থিত থাকার কথা জানান।
আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা নেয়ামতুল্লাহ ফরীদী, মাওলানা আব্দুল বছীর, মুফতি মোহাম্মদ আলী ও মাওলানা মু. অছিউর রহমান।
এমএইচ/