শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

আল জান্নাহ মাদ্রাসার হাফেজাদের সম্মাননা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল জান্নাহ মহিলা মাদ্রাসা রামপুরা ঢাকার নতুন হাফেজাদের সম্মাননা প্রদান করা হয়েছে।  শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন  মালিবাগ জামিয়া শারইয়্যাহ  এর শাইখুল হাদিস হযরতুল আল্লাম মাওলানা আবু সাবের আব্দুল্লাহ ও জামিয়া কাসেম নানুতাবি ঢাকার শাইখুল হাদিস মাওলানা মুহাম্মাদ  যাইনুল  আবিদীন। 

আজ (২৬ জুলাই ২৫) শনিবার সকালে আল জান্নাহ মাদরাসার হিফজ সম্পন্নকারী ছাত্রীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। 

মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসউদুল কাদির এর সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা পেশ করেন মালিবাগ জামিয়া শারইয়্যাহ  এর শাইখুল হাদিস হযরতুল আল্লাম মাওলানা আবু সাবের আব্দুল্লাহ। তিনি বলেন, আল জান্নাহ মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকে কুরআন ও হাদিসের শিক্ষা প্রদান করছে। আমাদেরকে কোরআনের হক আদায় করতে হবে  নারীদেরও সমানভাবে ইসলামকে জানতে হবে। কুরআন ও হাদিসকে জানতে হবে। নারীদেরকে জরুরি মাসাইল জানাটা দরকার। 

মাওলানা আবু সাবের আবদুল্লাহ বলেন, সালাতের সূরাগুলোর অর্থ আমাদের জানা উচিত।  সুরার অর্থ জেনে সালাত আদায় করলে একাগ্রতা বাড়ে।  
মাদ্রাসার দায়িত্বশীলদেরকে  তিনি বয়স্ক শিক্ষা সবসময় চালু রাখার আহ্বান জানান।

জামিয়া কাসেম নানুতাবি ঢাকার শাইখুল হাদিস মাওলানা মুহাম্মাদ  যাইনুল  আবিদীন বলেন, ধৈর্য ধরে একজন একজন সন্তানকে, একজন কন্যাকে হাফিজা বানানোর গৌরব অর্জন করতে পারে না। সৌভাগ্যবানরাই  এ গৌরবে গৌরবান্বিত হন।  

আল জান্নাহর ছাত্রীদেরকে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে জীবন গঠনের আহ্বান জানান তিনি। 

বিশিষ্ট আলেম মুফতি সাইফুল ইসলাম বলেন,  ভালো ফলের জন্য অবশ্যই আমাদেরকে  বাসার পরিবেশ ভালো করতে হবে।  পরিবেশগত দিক থেকে মাদ্রাসা ও বাসার মিল না থাকায় ছাত্রীদের অনেক সময় বিপাকে পড়তে হয়। 

এছাড়াও বক্তব্য রাখেন, মুফতি কাজী সিকান্দার,  মুফতি সাইদুজ্জামান নূর, মাওলানা শেখ শরিফ হাসানাত,  মাওলানা আমিন আশরাফ, সাংবাদিক মীর হেলাল প্রমুখ।

শত শত শিক্ষার্থী অভিভাবিকাদের উপস্থিতিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কারও বিতরণ করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ