রবিবার, ২৭ জুলাই ২০২৫ ।। ১২ শ্রাবণ ১৪৩২ ।। ২ সফর ১৪৪৭

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৯ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সব কমিটির কার্যক্রম স্থগিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি বিএনপির এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছরের পক্ষে ঐকমত্য : আলী রীয়াজ মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুবরণকারীরা শহীদের মর্যাদাপ্রাপ্ত সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ স্থাপনের ব্যাপারে বিএনপির প্রস্তাবে একমত এবি পার্টি তিন শতাধিক প্রতিষ্ঠানে ইতমিনান পাবলিকেশন্সের বই ৭ দফা দাবিতে ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের মানববন্ধন সাঁজোয়া যানে বিস্ফোরণ ঘটিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা একটা নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি: নাহিদ ইসলাম

তিন শতাধিক প্রতিষ্ঠানে ইতমিনান পাবলিকেশন্সের বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশজুড়ে শিক্ষা ও দীনি চেতনার ব্যতিক্রমী এক আলোকবর্তিকা হয়ে উঠেছে ইতমিনান পাবলিকেশন্স (বোর্ড বাংলাদেশ)। এর মূল লক্ষ্য হলো কওমি ও ন্যাশনাল কারিকুলামকে সমন্বয় করা। 

এই উদ্দেশ্যকে সামনে রেখে ইতমিনান পাবলিকেশন্স তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। তাদের শিক্ষার্থীরা কওমি ও ন্যাশনাল কারিকুলাম উভয় শিক্ষায় লেখাপড়া করছে। যা তাদের শিক্ষা গ্রহণের পদ্ধতিতে ব্যাপক সৃজনশীলতা ও উন্নতির সুযোগ সৃষ্টি করছে। 

হাফেজ মাওলানা মুফতি মুসা খানের দূরদর্শী নেতৃত্বে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান আজ দেশের তিন শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি এবং আরও প্রায় ৪০০ প্রতিষ্ঠানে আংশিকভাবে তাদের সিলেবাস অনুসরণ করে পরিচালিত হচ্ছে।

ব্যতিক্রমী সিলেবাস, আধুনিক শিক্ষার সমন্বয়

ইতমিনান পাবলিকেশন্সের পাঠ্যক্রম প্লে থেকে শুরু করে ক্লাস থ্রি পর্যন্ত বিস্তৃত। এতে রয়েছে-
আকর্ষণীয় ও মানসম্মত পাঠ্য বই।
ছাত্রদের উপযোগী খাতা ও ডায়েরি।
শিক্ষক ও অভিভাবকদের সহায়ক গাইড।
পূর্ণাঙ্গ সিলেবাস। 
বার্ষিক প্রশ্ন ও মূল্যায়ন শিট। 

এই সমন্বিত পাঠক্রম একদিকে যেমন দীনি শিক্ষার ভিত্তি গড়ে তুলছে, অন্যদিকে শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশে রাখছে আধুনিক ভূমিকা।

প্রতিষ্ঠান পরিচালকদের জন্য রয়েছে পাঁচটি  নির্দেশনামূলক বই। 

শুধু পাঠ্যপুস্তক নয়, ইতমিনান পাবলিকেশন্স প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রেও রেখেছে শক্ত ভিত্তি।

পরিচালক, শিক্ষক ও অভিভাবকদের জন্য রয়েছে বিশেষ পাঁচটি বই। 
১. প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন (প্রথম খণ্ড)
২. প্রদর্শন যেভাবে পরিচালনা করবেন (দ্বিতীয় খণ্ড)
৩. শিক্ষক ও ক্যারিয়ার
৪. ফিরে আসার পর
৫. মাদরাসা ছাত্রদের প্যারেন্টিং

এই বইগুলো প্রতিষ্ঠানের মানোন্নয়নে কার্যকর রোডম্যাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

দেশব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম

প্রতিষ্ঠান পরিচালকদের জন্যয় রয়েছে প্রশিক্ষণ গ্রহণের ব্যবস্থা । ইতোমধ্যে প্রায় ১৭০০ প্রশিক্ষণার্থী তাদের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এর মাধ্যমে তারা নতুন প্রতিষ্ঠানের নেতৃত্ব গ্রহণ করছেন এবং ইতমিনানের সিলেবাস বাস্তবায়ন করছেন। 

রাজধানীর ঢাকায় মাদরাসা আবু হুরারা নামে রয়েছে তাদের নিজস্ব ৮ টি ক্যাম্পাস। যেখানে প্রায় ১২০০ ছাত্র পড়া শোনা করে থাকে। 

মাদরাসা আবু হুরায়রার রয়েছে আদর্শ নূরানি বিভাগ। হিফজুল কোরআন বিভাগ। ইংলিশ ভার্সন ও কিতাব বিভাগ। 

বই সংগ্রহ করতে যোগাযোগ-
প্রধান বিক্রয় কেন্দ্র: বাংলাবাজার, ঢাকা
01868683668 

পরিচালক কর্মশালা সংক্রান্ত যোগাযোগ 
মাদরাসা আবু হুরায়রা, ডেমরা ঢাকা। মোবাইল: 01854519475 
ঢাকার মাদরাসা আবু হুরায়রার যেকোনো ক্যাম্পাসে ভর্তির জন্য সার্বিক যোগাযোগ: 01924520317

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ