মো. সাখাওয়াত হোসেন,
ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামাদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা হয়েছে।
সোমবার সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওয়ের মিলনায়তনের (৭তলায়) জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভার এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ইসলামিক ফাউন্ডেশন এর মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আব্দুস সালাম খান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা, ডক্টর. আ ফ ম খালিদ হোসেন তবে তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর. মো. শামছুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব (যুগ্মসচিব)মো.ইসমাইলহোসেন, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর মাওলানা শাহ নেছারুল হক, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক, সারাদেশে প্রতিষ্ঠিত ৫৬০ টি মডেল মসজিদ প্রকল্পের প্রকল্প পরিচালক।
এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন, সমন্বয় বিভাগের পরিচালক মহিউদ্দিন মাহিন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক আব্দুল হামিদ খান, ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক রেজ্জাকুল হায়দার, সংস্কৃতি ও দাওয়াত বিভাগের পরিচালক ডক্টর. হারুন অর রশিদ, ইসলামিক ফাউন্ডেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি এম এ বারী, মুহা. ওবায়দুর রহমান প্রমুখ।
এসময় অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মেহমানবৃন্দ বিগত গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র জনতা রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে বিভিন্ন আলাপ-আলোচনা করেন।
দোয়া ও মোনাজাত মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডক্টর মো. আবু সালেহ পাটোয়ারী।
উক্ত অনুষ্ঠানটিতে পরিচালনায় ছিলেন, সমন্বয় বিভাগের উপ-পরিচালক নিজাম উদ্দিন।
এমএম/
                              
                          
                              
                          
                        
                              
                          